আর্কাইভ থেকে দেশজুড়ে

খাল দখল নিয়ে হত্যা, ২২ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড

খাল দখল নিয়ে হত্যা, ২২ বছর পর ৪ জনের মৃত্যুদণ্ড
খাল দখলতে কেন্দ্র করে সিলেটের গোইয়ানঘাটে হাত-পা বেঁধে এক ব্যক্তিতে কুপিয়ে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামের আব্দুর রব, আব্দুর রহমান, মো. ফজল উদ্দিন ও মো. রইস আলী। সোমবার (২৪ জুলাই) দুপুরে আলোচিত এ হত্যাকাণ্ডের ২২ বছর পর সিলেটের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন। মামলার অপর ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুল ইসলাম জানান, বিলম্বে হলেও মামলার রায়ে আমরা সন্তুষ্ট। উচ্চ আদালতে এ বিষয়ে দ্রুত শুনানি শেষে রায় কার্যকরের দাবি জানাই। তিনি জানান, ২০০১ সালের ৮ আগস্ট সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইস্তি গ্রামে একটি খাল দখলকে কেন্দ্র করে হাত-পা বেঁধে তমজিদ আলীকে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যার পর মরদেহ হাওরে ফেলে রাখেন তারা। পরদিন ৯ আগস্ট নিহতের স্ত্রী পেয়ারা বেগম ১৫ জনের নাম উল্লেখ করে গোয়াইনঘাট থানায় মামলা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন খাল | দখল | নিয়ে | হত্যা | ২২ | বছর | ৪ | জনের | মৃত্যুদণ্ড