আর্কাইভ থেকে আওয়ামী লীগ

ফখরুলের গলায় এখন অনেক পানি: কাদের

ফখরুলের গলায় এখন অনেক পানি: কাদের
কম্বোডিয়ায় বিরোধী দল নির্বাচনে অংশ নেয়নি বলে তাদের নাকি নিষেধাজ্ঞা দিয়েছে। এখানেও যদি কেউ নির্বাচনে অংশ না নেয় সেটা কার দোষ? কম্বোডিয়ার খবর শুনে ফখরুলের গলায় এখন অনেক পানি। দেখতে ভালো মানুষ। অথচ মুখে এতো বিষ। এতোদিন মুখ-চোখ শুকিয়ে গিয়েছিলো, এখন আবার গলায় পানি আসছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি ও তার দোষররা তো বলেই, কিছু মিডিয়াও পাল্টাপাল্টি বলে প্রচার করে। শোকের মাসেও কি আমরা পাল্টাপাল্টি করতে যাচ্ছি? আমরা বলেছি আগামী নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থাকবো। বিএনপি ডেকেছে সমাবেশ আর আমরা ডেকেছি তারুণ্যে সমাবেশ। এখানে পাল্টাপাল্টি হলো কোথায়? আর আমরা সংঘাত কেন করবো? সংঘাত তারাই করে যারা দুর্বল। তাদের জনসমর্থন নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপে যাবে না আওয়ামী লীগ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির কাছে দেশ নিরাপদ নয়, দেশের উন্নয়ন নিরাপদ নয়। তাই অপশক্তিকে রুখতে আওয়ামী লীগ রাজপথে থাকবে। আর কোনো ছাড় দেয়া হবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমরা অবাধ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন করবো। এটা জাতীর কাছে আমাদের প্রতিশ্রুতি। এখন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা স্বাধীন। এই নির্বাচন ব্যবস্থায় কারচুপি, জালিয়াতির কোন সুযোগ নেই। টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন ফখরুলের | গলায় | এখন | অনেক | পানি | কাদের