আর্কাইভ থেকে ফুটবল

আইসিসি থেকে বড় শাস্তি পেলেন হারমানপ্রীত

আইসিসি থেকে বড় শাস্তি পেলেন হারমানপ্রীত
বাংলাদেশের সঙ্গে সিরিজের শেষ ম্যাচে ড্রয়ের পর বাজে আচরণের জন্য এবার বড় শাস্তির মুখে পেড়লেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার আইসিসি দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এই ক্রিকেটারকে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে আইসিসি। সিরিজ নির্ধারণী হারমানপ্রীত এক সাথে লেভেল ওয়ান ও লেভেল টু ধরনের অপরাধ করেছেন। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করেছেন তিনি, যেটি লেভেল টু পর্যায়ের অপরাধ। এটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সম্পর্কিত। এ ধরনের অপরাধে ৫০ থেকে ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা, সঙ্গে তিন বা চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে, দেওয়া হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। সিরিজের শেষ ম্যাচে লেভেল ওয়ান ধরনের অপরাধ ২.৭ নম্বর ধারাও ভেঙেছেন হারমানপ্রীত। এ ধারায় উল্লেখ আছে, ‘আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা নিয়ে প্রকাশে সমালোচনা করা।’ ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের সমালোচনা করেছিলেন তিনি। এ অপরাধে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। চারটি ডিমেরিট পয়েন্ট মানে দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট। আর দুটি নিষেধাজ্ঞা পয়েন্ট মানে একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞা। ম্যাচ রেফারি আখতার আহমেদের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় হারমানপ্রীতের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসি | বড় | শাস্তি | পেলেন | হারমানপ্রীত