আর্কাইভ থেকে ফুটবল

৮০৭ ছাগল দিয়ে তৈরি করা হলো মেসির মুখ

৮০৭ ছাগল দিয়ে তৈরি করা হলো মেসির মুখ
ইউরোপে গল্প চুকিয়ে যুক্তরাষ্ট্রে ফুটবলের জাদু দেখাচ্ছেন জাদুকর লিওনেল মেসি। মায়ামিতে অভিষেক ম্যাচেই গোল করে জিতিয়েছেন দলকে। আর সেই রাজকীয় অভিষেকটা রাঙাতে অভিনব এক পন্থা অবলম্বন করলো যুক্তরাষ্ট্রভিত্তিক চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠান লেইস। মেজর সকার লিগটিতে অভিষেকের আগে আর্জেন্টাইন অধিনায়কের গোল সংখ্যা ছিল ৮০৭। আর সেই সংখ্যাকে প্রাধান্য দিয়ে ৮০৭টি ছাগল দিয়ে মেসির মুখাবয়ব বানিয়েছে চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠাটি। সেই ভিডিও তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে লেইস। ভিডিওতে দেখা গেছে একটা জায়গায় জড়ো করে রাখা হয়েছে অনেকগুলো ছাগল। উপর থেকে সেটি দেখতে মেসির মুখের মতো।   ভিডিওটি ফেসবুকে প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যা প্রশংসাও কুড়ায় নেটিজেনদের। মেসির সম্মান জানাতে অনেক সংস্থা ও অনেক ব্যক্তি একাধিক উদ্যোগ নিলেও ছাগল দিয়ে এই ধরনের কর্মকাণ্ড আগে কেউ করেনি। ছাগলকে দিয়ে মেসির মুখ বানানোর কারণ মেসিকে বলা সর্বকালের সেরা। যার ইংরেজি গ্রেটেস্ট অফ অল টাইম। যাকে সংক্ষিপ্ত ভাবে বলা হয় ‘গোট’। আর এজন্যই ‘গোট’ কে সম্মান জানাতে ছাগল দিয়েই প্রতিষ্ঠানটির এমন আয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন ৮০৭ | ছাগল | দিয়ে | তৈরি | করা | হলো | মেসির | মুখ