আর্কাইভ থেকে ফুটবল

পরিকল্পনার বাইরের ফুটবলারদের সাথে অনুশীলনে এমবাপ্পে

পরিকল্পনার বাইরের ফুটবলারদের সাথে অনুশীলনে এমবাপ্পে
পিএসজি পরিকল্পনার বাইরে যেসব ফুটবলারদের রেখেছে তাদের সাথে অনুশীলন করছে কিলিয়ান এমবাপ্পে।  সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে এই তথ্য। শুধু এমবাপ্পেই নন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লেয়ান্দ্রো পারেদেসও আছেন তাঁর সাথে। এমবাপ্পেকে পিএসজি রাখবে না এ সিদ্ধান্তে ক্লাবটি এক রকম অনড়। যার কারণে চলতি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে এশিয়ায় আসা পিএসজি ফরাসি তারকাকে বাদ দিয়েছে খেলতে এসেছে। পিএসজিতে ২০২৪ সালে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। চুক্তি মেয়াদ শেষ হলে নবায়নে করবেন না এমন সিদ্ধান্ত জানানোয় মূল দল থেকে বাইরে রাখা হয়েছে বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডকে। ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, পিএসজির নতুন কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ পরিকল্পনা নেই যেসব খেলোয়াড়, তাদের সঙ্গে মঙ্গলবার প্যারিসে অনুশীলন করেন এমবাপ্পে। তার সঙ্গে আরও ছিলেন মিডফিল্ডার জর্জিনিয়ো ভেইনালডাম, লেয়ান্দ্রো পারেদেস। পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চুক্তি নবায়ন না করলে চলতি দলবদলেই ক্লাব ছাড়তে হবে এমবাপ্পেকে। গুঞ্জন আছে আগামী মৌসুমে 'ফ্রি এজেন্ট' হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চান ২৪ বছর বয়সী এই ফরাসি। তবে এত দামি খেলোয়াড়কে কিছুতেই বিনামূল্যে ছাড়তে রাজি নয় কাতার মালিকানাধীন ক্লাবটি।

এ সম্পর্কিত আরও পড়ুন পরিকল্পনার | বাইরের | ফুটবলারদের | সাথে | অনুশীলনে | এমবাপ্পে