ফুটবল

এমবাপ্পে টের পাচ্ছেন এখন কৃষক লীগে খেলেন না!

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে লা লিগার অভিষেকটা ভালো হয়নি কিলিয়ান এমবাপ্পের।  মায়োর্কার বিপক্ষে শুধু গোল পাওয়ার ব্যর্থতাই নয়, গোলের সুযোগই তৈরি করতে পারেননি ফ্রান্স তারকা। 

প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকবারই লড়াইয়ে বল হারিয়েছেন তিনি।  ভিনিসিয়াসকে ফাঁকা পেয়েও পাস দেননি।  যা নিয়েও সমালোচনার তীক্ষ্ণ তিরে বিধ্বস্ত হতে হয়েছে সাবেক পিএসজতি তারকাকে। 

প্রথম ম্যাচেই এমবাপ্পের এমন নিষ্প্রভ পারফম্যান্সে বেজায় চটেছে রিয়াল মাদ্রিদের একদল সমর্থকগোষ্ঠী।  নতুন জায়গায় মানিয়ে নিতে এমবাপ্পেকে সময় দিতেও যেন রাজি নয় তারা।     
সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদ ফ্যানদের একটা অংশ এমবাপ্পেকে তুলনা করছেন এডেন হ্যাজার্ডের সঙ্গে।  

একজন সমর্থক হতাশা প্রকাশ করে লিখেছে, ‘এমবাপ্পে, বেঞ্চে থাকাই ভালো, ব্যাপার না। লজ্জাজনক এলোমেলো পারফরম্যান্স, দুই ঘণ্টা সময় অনেক বাজে কেটেছে!’

‘ইউনিভার্সো এফসিবার্সেলোনা’ নামের ভেরিফায়েড একটি এক্স অ্যাকাউন্ট থেকে সবচেয়ে বড় সমালোচনা করা হয়েছে এমবাপ্পের। ফরাসি তারকা এখন টের পাচ্ছে যে সে এমন একটি লিগে এসেছে, যেটা ফারমার্স লিগ নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াল | অভিষেক | এমবাপ্পে