আর্কাইভ থেকে বিএনপি

সাবেক ২৫ সামরিক কর্মকর্তা যোগ দিলেন বিএনপিতে

সাবেক ২৫ সামরিক কর্মকর্তা যোগ দিলেন বিএনপিতে
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক এই সামরিক কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি লন্ডন থেকে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেনাবাহিনী থেকে যেসব কর্মকর্তা যোগ দিয়েছেন তারা হলেন: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো-৪, কর্নেল (অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অব.) কোরবান আলী, মেজর (অব.) বজাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান ও ক্যা (অব.) গনিউল আজম-৪৪ ও লেফটেন্যান্ট ইমরান। এছাড়া নৌবাহিনী থেকে রিয়ার এডমিরাল (অব.) মুস্তাফিজুর রহমান ও কমোডর (অব.) মোস্তফা সহিদ যোগ দিয়েছেন। আর বিমান বাহিনী থেকে এয়ার কমোডর (অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার হাফিজ খান ও স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম যোগ দিয়েছেন। বিএনপিতে যোগ দেয়ার জন্য সাবেক এই সামরিক কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সবাইকে নিয়ে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

এ সম্পর্কিত আরও পড়ুন সাবেক | ২৫ | সামরিক | কর্মকর্তা | যোগ | দিলেন | বিএনপিতে