আসছে রমজানে বাড়ছে না চালের দাম। নিশ্চয়তা দিয়েছেন খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এ নিশ্চয়তা দেন।
মার্চ মাস থেকে শুরু হবে খাদ্যবান্ধব কর্মসূচি। ঐ মাসে ত্রিশ কেজি করে চাল পাবে পঞ্চাশ লাখ পরিবার, তাই চালের দাম বাড়বে না।
সচিব বলেন, খাদ্যের ব্যাপারে সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রিটা আরও বাড়ানো হবে। যদি প্রয়োজন হয় ভোক্তার স্বার্থে চাল আমদানি করবে সরকার ।
নাজমানারা খানুম আরও বলেন, দেশে বিশ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুত আছে। মোটা চালের দাম আর বাড়বে না। এটা কমেই যাবে। ধান উঠলে দাম আরও কমে যাবে। কোনো দৈব-দুর্বিপাক না হলে এপ্রিলের মাঝামাঝি সময় বোরো চাল বাজারে চলে আসবে। ফলে দাম বৃদ্ধির আশঙ্কা নেই।
অনন্যা চৈতী