আন্তর্জাতিক

ভারতে করোনা: আক্রান্ত সাত হাজার, মৃত্যু ২৪ ঘণ্টায় ৬ জন

ভারতে আবারও করোনাভাইরাসের প্রভাব বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা সাত হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০৬ জন, আর একই সময়ে প্রাণ হারিয়েছেন ছয়জন।

বুধবার (১১ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বশেষ আপডেটে জানিয়েছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দা৬ড়িয়েছে ৭ হাজার ১২১ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ছয়জনেরমৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন কেরালায়, দুইজন কর্ণাটকে আর মহারাষ্ট্রের বাসিন্দা।

সম্প্রতি ভারতে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণে মূলত এলএফ.৭, এক্সএফজি ও জেন.১ ধরনের ভাইরাস বেশি সক্রিয় দেখা যাচ্ছে। পাশাপাশি নতুন একটি উপধরন ‘এনবি.১.৮.১’ শনাক্ত হয়েছে।

তবে সংক্রমণ বাড়লেও, দেশজুড়ে আবারও গণহারে বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, যেহেতু অধিকাংশ মানুষ ইতোমধ্যেই টিকা পেয়েছেন, তাই শুধুমাত্র প্রবীণ, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং যাদের গুরুতর স্বাস্থ্য সমস্যা রয়েছে, শুধু তাদেরই বুস্টার ডোজ দেওয়া উচিত।

বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিয়েছেন, সংক্রমণ রোধে সাবধানতা অবলম্বন জরুরি— যেমন মাস্ক পরা, হাত ধোয়া এবং জনসমাগম এড়িয়ে চলা। এছাড়া, সাধারণ জ্বর বা ঠান্ডাকে করোনা ধরে নেওয়া যাবে না বলেও তারা সতর্ক করেছেন। উপসর্গ দেখা দিলে অবশ্যই পরীক্ষা করে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র সরকার রাজ্য ও স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলেছে এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #করোনা #করোনা ভাইরাস #কোভিড ১৯