টাঙ্গাইলে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দুপুরে গোপালপুর উপজেলার বৈরান নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মোস্তফা শাহরিয়ার নিহাল (২২)। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহাল টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাসিন্দা হলেও পরিবারসহ ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে মোস্তফা তার দুই বন্ধুর সাথে বৈরান নদীতে গোসল করতে নামেন। গোসল করার সময় একপর্যায়ে স্রোতের প্রভাবে নিহাল ও তার বন্ধু জিসান নদীতে ভেসে যান। নদীর পাড়ে উপস্থিত লোকজন দ্রুত জিসানকে উদ্ধার করতে সক্ষম হলেও স্রোতের তলায় তলিয়ে যাওয়ার কারণে নিহালকে উদ্ধার করা সম্ভব হয়নি।
উদ্ধারকর্মীরা প্রায় আধা ঘণ্টা ধরে তাকে খুঁজে বের করার চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। প্রায় এক ঘণ্টা পর স্থানীয় ডুবুরি দলের সাহায্যে নিহালের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এসকে//