গেল ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মোট ১০৭টি নমুনা পরীক্ষা করে এই ১০ জনের শরীরে সংক্রমণ পাওয়া গেছে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৯.৩৫ শতাংশ।
বুধবার (১১ জুন) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আক্রান্তদের সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এদিন করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ জন। ফলে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৮০ জনে।
তবে, গেল ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫০০ জনে রয়েছে।
এমএ//