আন্তর্জাতিক

ইসরাইলি দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ইসরাইলি দুই মন্ত্রীর ওপর কয়েকটি পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গেলো মঙ্গলবার ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার ফলে ইসরাইলের এই দুই মন্ত্রী সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি সেখানে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে। 

এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এগিয়ে নেয়া যুদ্ধবিরতি, বন্দিদের ফেরত আনা ও যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে বাধগ্রস্ত করবে।

নিন্দা জানানোর পাশাপাশি এসব দেশকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন রুবিও।   

 

 এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #মার্কিন পররাষ্ট্রমন্ত্রী #ইসরাইলি মন্ত্রী