ইসরাইলি দুই মন্ত্রীর ওপর কয়েকটি পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরাইলের সংবাদমাধ্যম টাইমস অফ ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো মঙ্গলবার ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। নিষেধাজ্ঞার ফলে ইসরাইলের এই দুই মন্ত্রী সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন না। পাশাপাশি সেখানে থাকা তাদের সম্পদ জব্দ করা হবে।
এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এগিয়ে নেয়া যুদ্ধবিরতি, বন্দিদের ফেরত আনা ও যুদ্ধ বন্ধের প্রচেষ্টাকে বাধগ্রস্ত করবে।
নিন্দা জানানোর পাশাপাশি এসব দেশকে তাদের সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানিয়েছেন রুবিও।
এনএস/