আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকার প্রার্থী হতে চান সাবেক ভূমি মন্ত্রীর ছেলে কনক

নৌকার প্রার্থী হতে চান সাবেক ভূমি মন্ত্রীর ছেলে কনক
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী সাবেক ভূমিমন্ত্রী  ভাষা সৈনিক, ৭১ এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, পাঁচবারের জাতীয় সংসদ সদস্য, পাবনা জেলা আওয়ামী লীগের অমৃত সভাপতি, প্রয়াত জননেতা শামসুর রহমান শরীফ ডিলুর সন্তান, পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য, সাকিবুর রহমান শরীফ কনক। ৫২ টিভিতে একান্ত সাক্ষাৎকারে আমরা ওনার  কাছে জানতে চেয়েছি,  আসলে তিনি কেনো পাবনা ৪ আসনের নমিনেশন প্রত্যাশী। কি কি লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে চান। এবং সাধারণ জনগণের জন্য কি করতে চান। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের নিয়ে কোন ভাবনা আছে কিনা। ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের  উন্নয়নে বাবার অসম্পূর্ণ কাজ রয়েছে কিনা। বাবার স্বপ্ন বাস্তবায়নে মানুষের কল্যাণে কি করতে চান। এসব প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাকিবুর রহমান শরীফ (কনক) ৫২ টিভিকে জানান, 'জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছি। আমার প্রয়াত বাবার দেখানো পথ অনুসরণ করেই করোনার সময় থেকে ১ লাখেরও বেশি পরিবারকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য, শীতের সময়গুলোয় কম্বল, ঈদ, পূজা-পার্বণে শাড়ি-লুঙ্গি, নগদ অর্থ উপহার দিয়ে পাশে থেকেছি। এ ছাড়া করোনার কঠিন সময় জননেত্রী শেখ হাসিনার নামে ২০০ অক্সিজেন সিলিন্ডার, পিপিই, স্যানিটাইজার, ডাক্তার সেবা ও ওষুধ নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা মানুষকে সেবা দিয়েছি। সামাজিক সব ধরনের কর্মকান্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সম্পৃক্ত রয়েছি। বাবা আমার রাজনৈতিক দীক্ষাগুরু। তার সঙ্গে থেকেই রাজনৈতিক কর্মকান্ড তথা জনগণের ভিতরে কিভাবে পৌঁছাতে হয় সেটা শেখার চেষ্টা করেই রাজনৈতিক অঙ্গনে পদচারণা করেছি। তরুণরা দেশের ভবিষ্যৎ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে তরুণদের এগিয়ে আসতে হবে। এজন্য তাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে, খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে, কর্মসংস্থান এর ক্ষেত্রে তাদের মেধা কাজে লাগাতে কর্মক্ষেত্র তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদী আটঘরিয়ার সাধারণ মানুষের জন্য কল্যাণমূলক কাজ করতে চাই। আধুনিক  রাস্তাঘাট থেকে শুরু করে কর্মসংস্থান, মানসম্মত চিকিৎসা, পরিবেশবান্ধব বাসস্থান করে সারাদেশের কাছে একটি সুশৃঙ্খল মডেল শহরে পরিণত করতে চাই। আমার প্রয়াত বাবা জনাব শামসুর রহমান শরীফ ডিলু সারাজীবন ঈশ্বরদী আটঘরিয়ার মানুষের জন্য ভেবেছেন। সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়নের ধারা তার হাতেই গড়া। এজন্যই এই অঞ্চলের মানুষ তাদের ভালোবাসার প্রতিদানে ভোট দিয়ে জয়যুক্ত করে পাঁচবারের সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমার বাবার স্বপ্ন ছিল ঈশ্বরদী আটঘরিয়ার উন্নয়ন ঘিরে। তিনি সাধারণ মানুষকে সবসময় ভালোবাসতেন বিপদে আপদে পাশে থাকতেন এবং দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে আপ্রাণ চেষ্টা করতেন। তার সবচেয়ে বড় গুন তিনি সব শ্রেণীর মানুষের সাথে সাধারণভাবে মিশে যেতেন তাদের দুঃখ কষ্ট বুঝতেন এবং শুনতেন। আমার বাবার আদর্শ ও স্বপ্নকে লালন করেই ঈশ্বরদী আটঘরিয়ার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আমি যদি মনোনয়ন না পাই, তবুও আমি মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমিকা রাখতে, ক্ষুদ্র কর্মী হিসেবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। নেত্রী আমাকে মনোনয়ন দিলে ঈশ্বরদী-আটঘরিয়ার মানুষ  আমাকে বিপুল ভোটে জয়ী করবেন এটা আমার বিশ্বাস। এই আসনে বাবা থাকতে বিএনপি জামায়াত কখনো তাদের অবস্থান মজবুত করতে পারেনি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগকে সুসংগঠিত করে এগিয়ে নিয়ে যেতে পারবো।

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকার | প্রার্থী | হতে | চান | সাবেক | ভূমি | মন্ত্রীর | ছেলে | কনক