আর্কাইভ থেকে ফুটবল

কনমেবলের ‘আদর্শ একাদশ’ ব্রাজিল-আর্জেন্টিনার যারা

কনমেবলের ‘আদর্শ একাদশ’ ব্রাজিল-আর্জেন্টিনার যারা
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। লাতিন ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের দুটি ম্যাচেই জয় পেয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার শীর্ষে আছে ব্রাজিল। বাছাইপর্বের এই দুই রাউন্ডের ম্যাচ শেষে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) একটি ‘আদর্শ একাদশ’একাদশ গড়েছে। সেই একাদশে আর্জেন্টিনার খেলোয়াড় আছেন চারজন, ব্রাজিলের মাত্র দুজন। আর্জেন্টিনার লিওনেল মেসির সাথে আছেন আনহেল দি মারিয়া, নিকোলাস তালিয়াফিকো ও ক্রিস্তিয়ান রোমেরো। ব্রাজিল দল থেকে আদর্শ একাদশে নেইমারের সঙ্গে আছেন রদ্রিগো।   নমেবল একাদশ কামিলো ভারহাস (কলম্বিয়া),আলেক্সান্দার গঞ্জালেস (ভেনেজুয়েলা), ফেলিক্স তোরেস (ইকুয়েডর), ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা), নিকোলাস তালিয়াফিকো (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), আনহেল দি মারিয়া (আর্জেন্টিনা), মাতিয়াস ভিয়াসান্তি (প্যারাগুয়ে), রদ্রিগো (ব্রাজিল), লিওনেল মেসি (আর্জেন্টিনা), নিকোলাস দে লা ক্রুজ (উরুগুয়ে)  

এ সম্পর্কিত আরও পড়ুন কনমেবলের | আদর্শ | একাদশ | ব্রাজিলআর্জেন্টিনার | যারা