আর্কাইভ থেকে আন্তর্জাতিক

‘শিগগিরই ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেওয়া হবে’

‘শিগগিরই ইউক্রেনকে এম-১ আব্রামস ট্যাংক দেওয়া হবে’
ইউক্রেনকে খুব শিগগিরই আমেরিকান এম-১ আব্রামস ট্যাংকগুলো দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব এল লয়েড অস্টিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সময় শেষ হয়ে আসছে বলেও তিনি মন্তব্য করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেন এবং এর অন্যান্য সামরিক অংশীদারদের সঙ্গে বৈঠকে অস্টিন এসব কথা বলেন। ওইসময় তিনি রাশিয়ার হামলার প্রতিবাদে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানকারী ৫৪টি দেশ নিয়ে গঠিত একটি ব্লক ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের একটি সভায় বক্তব্য রাখছিলেন। সভায় ইউক্রেনের নবনিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ উপস্থিত ছিলেন। মার্কিন প্রতিরক্ষা সচিব বলেন, আমেরিকান এম-১ আব্রামস ট্যাংকগুলো শিগগিরই ইউক্রেনে পাঠানো হবে। প্রসঙ্গত, অত্যাধুনিক এই ট্যাংকগুলো পাওয়ার জন্য ইউক্রেন বেশ কয়েক মাস ধরে চেষ্টা করছিলেন। এসব ট্যাংক রাশিয়ান প্রথমসারির সেনাদের পরজিত করতে সাহায্য করবে। কিভাবে ট্যাংকগুলো পরিচালনা করতে হবে তার জন্য বছরের শুরুর দিকে ইউক্রেনের সেনাদের যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিয়েছিল। ওই সভায় কিয়েভকে সাহায্যকারী দেশগুলোকে বিমান প্রতিরক্ষা এবং আর্টিলারির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহে সহায়তা করার জন্য অনুরোধ করেন অস্টিন।

এ সম্পর্কিত আরও পড়ুন শিগগিরই | ইউক্রেনকে | এম১ | আব্রামস | ট্যাংক | দেওয়া | হবে