আর্কাইভ থেকে ক্রিকেট

নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক, মেসির ফেরার দিনে তিনে তিন আর্জেন্টিনা

নেইমারের মাথায় পপকর্ন ঢাললেন সমর্থক, মেসির ফেরার দিনে তিনে তিন আর্জেন্টিনা
খেলা শেষে মাঠ ছেড়ে বেড়িয়ে যাচ্ছিলেন নেইমার জুনিয়র। এমন সময় তাঁকে লক্ষ্য করে গ্যালারি থেকে ছুড়ে মারা হলো পপকর্ন। এ ঘটনায় থমকে দাঁড়িয়ে গেলেন নেইমার। এরপর উচ্চস্বরে রাগান্বিত হয়ে কিছু বলতেও দেখা যায় তাঁকে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে গোল না পেলেও কর্নার থেকে একটি অ্যাসিস্ট করে দলকে গোল এনে দিয়েছেন নেইমার। পুরো ম্যাচে খেলেছেনও দারুণ। তবে জেতাতে পারেননি দলকে। শেষ সময়ে গোলে ভেনিজুয়েলার বিপক্ষে ড্র করেই ব্রাজিলকে থাকতে হয়েছে সন্তুষ্ট। আর তাই নিজ দেশের সমর্থকদের থেকে এমন আচরণের শিকার নেইমার জুনিয়র। খেলার শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাতে থাকে ব্রাজিল। ৭১ শতাংশ বলের দখল রেখে ব্রাজিল শট নেয় ১৫টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অন্য দিকে ২৯ শতাংশ বলের দখল রেখে ৯ শট নেওয়া ভেনেজুয়েলার লক্ষ্যে বল ছিল ২টি। কিন্তু পরিসংখ্যানের এই ব্যবধান ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলতে পারেনি। ব্রাজিলের ফিনিশিং ব্যর্থতার পয়েন্ট করতে হয়েছে ভাগাভাগি। দ্বিতীয়ার্ধে ৫০ তম মিনিটে নেইমারের কর্নার থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন আর্সেনাল তারকা গাব্রিয়েল মাগালাইস। গোলের পর আত্মবিশ্বাসী ব্রাজিল চেষ্টা করে ব্যবধান বাড়ানোর। কিন্তু ৮৫ তম মিনিটে এডোয়ার্ড ভেলোর গোলে ব্যবধান বাড়ানোর বদলে গোল হজম করে সেলেসাওরা। ব্রাজিলের জন্য দিনটা খারাপ হলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আরেজন্টিনার জন্য দিনটা ছিল দারুণ। লিওনেল মেসির চোট কাটিয়ে মাঠে ফেরার দিনে তিনে তিন ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। ৫৩ মিনিটে মাঠে নেমে গোল না পেলেও দেখিয়েছেন ঝলক। ৭৬ মিনিটে কর্নার থেকে মেসির ইনসুইঙ্গিং ক্রস আরেকটু হলে এনে দিয়েছিল কর্নার থেকে সরাসরি গোল। কিন্তু শেষ মুহূর্তে পোস্টে লেগে ফিরে আসায় গোলটি পাওয়া হয়নি তাঁর। এরপর যোগ করা সময়েও ফ্রি–কিকে মেসির শটও পোস্টে লেগে ফিরে আসে। মেসি গোল না পেলেও অবশ্য আর্জেন্টিনার সমস্যা হয়নি। ম্যাচের ৩ মিনিটে নিকোলাস ওতামেন্দির করা গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও পড়ুন নেইমারের | মাথায় | পপকর্ন | ঢাললেন | সমর্থক | মেসির | ফেরার | দিনে | তিনে | তিন | আর্জেন্টিনা