আর্কাইভ থেকে বলিউড

বলিউড পাড়ার শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার বিচ্ছেদ!

বলিউড পাড়ার শিল্পা শেঠি-রাজ কুন্দ্রার বিচ্ছেদ!
বলিউড পাড়ায় আবারো বিচ্ছেদের গুঞ্জন। একদিকে অভিনেত্রী মাহিরা খান এবং পরীনিতি চোপড়া যখন তাদের মনের মানুষের সঙ্গে নতুন জীবনে শুরু করছেন, ঠিক তখনি শিল্পা শেঠি-রাজ দম্পতির  বিয়ে ভাঙার গুঞ্জন টিনসেল টাউনে। সোস্যাল মিডিয়ায় রাজ কুন্দ্রা সেই রকমই ইঙ্গিত দিয়েছেন। ওই ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি লিখেছেন, আমার এখন বিচ্ছিন্ন। দয়া করে এই কঠিন সময়ে আমাদের বিরক্ত করবেন না। শিল্পা শেঠির তারকা স্বামীর এই পোস্ট দেখেই চক্ষু চরকগাছ নেটবাসীর। তাদের হাজারো প্রশ্ন-আচমকা কী হল এই তারকা দম্পতির? সম্প্রতি গণেশ পুজোতেও একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেটি। কয়েকদিনের মধ্যেই বিবাহবিচ্ছেদের খবর সকলকে চমকে দিয়েছে। ২০০৯ সালে ব্যবসায়ী ও প্রযোজক রাজ কুন্দ্রার সঙ্গে সাত পাকের বন্ধনে বাঁধা পড়েছিলেন শিল্পা। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্যে কখনও বিচ্ছেদের কানাঘুষো শোনা যায়নি। তাঁদের রয়েছে দুই সন্তান ভিয়ান আর শমিসা। তবে রাজের পোস্ট দেখে নেট দুনিয়ার একটা বড় অংশের ধারনা এগুলো নতুন নাটক। কারও মতে, রাজ কুন্দ্রার বায়োপিক ‘ইউটি সিক্সটিনাইন’ ছবির জন্য প্রোমোশনাল স্ট্যান্ট।যদিও রাজের পোস্টে কোনও রকম মন্তব্য করেননি গ্ল্যাম ডিভা শিল্পা শেঠি। ২০২১ সালে পর্ণ ছবি নির্মাণের অভিযোগে রাজ কুন্দ্র প্রায় তিন মাস আর্থার রোড জেলে বন্দী ছিলেন। দুই মাস পর তিনি জামিন পান। পরে ২০২২ সালে কুন্দ্রা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে লিখেছিলেন যে তিনি নির্দোষ ছিলেন। তাঁর অভিযোগ,এ সবটাই একজন ব্যবসায়ীর 'ব্যক্তিগত প্রতিহিংসা' ছিল। ওই ব্যবসায়ী তাঁকে গ্রেফতার করার জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। মুক্তি পাওয়ার পর জনসমক্ষে মুখ সব সময় মাস্কে ঢেকে রাখেন রাজ। তা সে গণেশ পুজোর মতো কোনও উৎসব হোক বা করবা চৌথের মতো ব্রত পালনের দিন। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সেই জন্য হাসির খোরাকও হন রাজ। কিন্তু সম্প্রতি একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা জানিয়েছেন তিনি। সেই ছবির প্রথম ঝলকও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।নভেম্বর মাসে সেই ছবি মুক্তি পাওয়ার কথা। কিন্তু তার আগে আগেই নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে সাঙ্কেতিক বার্তা দিলেন রাজ। জানালেন বিচ্ছেদের কথা। যার জেরে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। এক্স হ্যান্ডলে রাজ লিখেছেন,‘‘আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার অনুরোধ করছি।’’ ‘ইউটি সিক্সটিনাইন’ ছবিটি রাজ কুন্দ্রার জীবনের ওপর নির্মিত। ট্রেলারে দেখানো হয়েছে, পর্নোগ্রাফি বানানোর অভিযোগে কীভাবে তাঁকে জেলে পাঠানো হয়। আর আর্থার রোড জেলে বন্দী থাকাকালে রাজের চরম যন্ত্রণাময় দিনগুলো ছবির ট্রেলারে ধরা পড়েছে। ‘ইউটি সিক্সটিনাইন’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন-উত্তর পর্বে তাই আবেগে গলা বুজে এসেছিল রাজের। চোখ তাঁর পানিতে ভরে গিয়েছিল। শাহনবাজ আলী পরিচালিত ‘ইউটি সিক্সটিনাইন’ ছবিটি ৩ নভেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটির সম্পূর্ণ শুটিং হয়েছে মুম্বাইয়ে। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে খোলাখুলি কথা বলেছেন এই শিল্পপতি। ‘ইউটি সিক্সটিনাইন’ ছবিকে ঘিরে শুরুতে শিল্পার প্রতিক্রিয়া কী ছিল, তা এক সাংবাদিক জানতে চাইলে রাজ কুন্দ্রা বলেন. ‘শিল্পাকে বলেছিলাম, একটা চিত্রনাট্য আছে। এরপর আমি তার জবাবের অপেক্ষায় ছিলাম। আমি তখন শিল্পা থেকে দূরে দাঁড়িয়ে ছিলাম। কারণ, তার কাছে যাওয়ার মতো শক্তি আমার কাছে ছিল না। আমি অন্য দিকে তাকাতে হঠাৎই একটা চটি আমার মুখে এসে পড়ে। তখন একটা মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল, এই ছবিটা আর হবে না।’ রাজ কুন্দ্রা আরো বলেন, ‘পরিচালক শাহনবাজকে বলি শিল্পাকে বোঝাতে। আমার দ্বারা সম্ভব হচ্ছে না। পরিচালক বোঝালে শিল্পা বুঝতে পারে। শিল্পার প্রশ্ন ছিল, আমি অভিনয় করতে পারব কি না। তখন বলি, আমি মেথড অ্যাক্টিং করে এসেছি। জেল থেকে সবকিছু শিখে এসেছি। আমি করতে পারব। তারপর শিল্পা রাজি হয়েছিল। সে বুঝতে পেরেছিল, এটা একটা মানবিক কাহিনি। শিল্পা আমাকে সাপোর্ট করেছিল।’ তাই নেটিজনদের ধারণা, রাজ কুন্দ্রের সেই হাজতবাসের অভিজ্ঞতাই ‘ইউটিসিক্সটিনাইন’-এ তুলে ধরা হয়েছে। আর সেই কারণেই রাজ বিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন বলে দাবি শিল্পার অনুরাগী মহলের।

এ সম্পর্কিত আরও পড়ুন বলিউড | পাড়ার | শিল্পা | শেঠিরাজ | কুন্দ্রার | বিচ্ছেদ