ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েল সেনাবাহিনী এবং রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনিয় সেনাবাহিনীকে সামরিক ও মানবিক সহায়তা দেয়ার লক্ষ্যে কংগ্রেসের কাছে ১০৫ বিলিয়ন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনেব এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হজয়, শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই তহবিল চেয়ে কংগ্রেসের কাছে আবেদন পাঠিয়েছে হোয়াইট হাউস। এদিনই এক ভাষণে বাইডেন দাবি করেন, ইউক্রেন ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সম্পর্কিত।
এদিকে, কংগ্রেসের কাছে এই তহবিল চাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে আরও দৃঢ় করতে এবং মার্কিনিদের সুরক্ষা নিশ্চিতে এ অর্থ অত্যন্ত জরুরি।
হামাসের হামলার পর গত সপ্তাহে গাজায় আগ্রাসন শুরু করেছে ইসরাইল। এতে সর্বোচ্চ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি হামলায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় মানবিক সাহায্য পাঠানোও প্রায় অসম্ভব হয়ে গেছে। মিসর থেকে মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ শুরু হলেও তা পর্যাপ্ত নয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, বাইডেন কংগ্রেসের কাছে যে অর্থ চেয়েছেন তার বড় একটি অংশই ব্যয় হবে ইউক্রেনের জন্য। ৬১ বিলিয়ন ডলারের রেকর্ড সহায়তা পাঠাতে চান তিনি ইউক্রেনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ধুঁকছে ইউক্রেন। বহু প্রস্তুতির পর শুরু করা কাউন্টার অফেন্সিভ ব্যর্থ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে ইউক্রেনকে প্রস্তুত করতে চায় যুক্তরাষ্ট্র। আর সেজন্য ব্যয় করা হবে এই বিপুল পরিমাণ অর্থ।
অপরদিকে ইসরাইলের জন্য বাইডেন চেয়েছেন ১৪ বিলিয়ন ডলার; যা দিয়ে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমসহ অন্যান্য যুদ্ধাস্ত্র কেনার অর্থায়ন করা হবে। এছাড়া ইউক্রেন, ইসরাইল ও গাজার মানুষের জন্য মানবিক সহায়তা হিসেবে ৯ বিলিয়ন ডলার চেয়েছে হোয়াইট হাউস।