আর্কাইভ থেকে দেশজুড়ে

কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু, বেডের তুলণায় রোগী বেশী

কালিয়াকৈরে বাড়ছে ডেঙ্গু, বেডের তুলণায় রোগী বেশী
গাজীপুরের কালিয়াকৈরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়তি রোগীর চাপে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। সোমবার (৩০আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অনেকে বেড না পেয়ে মেঝেতেই বেড সাজিয়ে চিকিৎসা নিচ্ছে। আবার অনেকেই বেড সংকটে ডেঙ্গুর চিকিৎসার বিধান নিয়ে বাড়ী চলে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিস তথ্যে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। গেলো ২৪ ঘন্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০৪ জন। বেশির ভাগ রোগী কালিয়াকৈর পৌরসভা বাসিন্দার। তবে দিন দিন এ রোগ গ্রামগঞ্জেও ছড়িয়ে পড়ছে। এদিকে চিকিৎসকরা বলছেন,কালিয়াকৈরে প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে। তবে আক্রান্ত হলে আতঙ্কের কিছু নেই। কিছুটা স্যালাইনের সংকট রয়েছে। কয়েকজন ডেঙ্গু রোগী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়,ডেঙ্গু রোগী ও তাদের স্বজনরা স্যালাইন বাহিরে থেকে কিনে আনতে হচ্ছে। অনেক কিছুই বাহির থেকে আনতে হয়। আমরা নানা ভোগান্তির শিকার হচ্ছি। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিক্যাল অফিসার নাজমুন্নাহার ইতি বলেন, শুধু আমাদের এখানে না, আমার জানা মতে পুরো গাজীপুরে কোন সরকারী হাসপাতালেই সাধারন স্যালাইন নেই। আমাদের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল সবগুলোই পূর্ন। ডেঙ্গু রোগি বেরে যাওয়ার কারনে তবুও রোগিদের মেঝেতেই বেডের ব্যবস্থা করে দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক রোগি ভালো হয়ে বাড়ি চলে গেছে আবার অনেক রোগি নতুন ভর্তি হচ্ছে। ডেঙ্গু রোগিদের অন্যান্য লক্ষণের জন্য অল্প কিছু ঔষধ বাহির থেকে কিনতে হতে পারে তাছাড়া ডেঙ্গুর জন্য সকল ঔষধ আমাদের কাছে আছে। ডেঙ্গু রোগিদের জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কালিয়াকৈরে | বাড়ছে | ডেঙ্গু | বেডের | তুলণায় | রোগী | বেশী