আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদে ফাটল!

ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদে ফাটল!
ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের হামলা নিয়ে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেশটির প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহুর একটি পোস্টকে ঘিরে যুদ্ধকালীন মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য নাখোশ হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে গাজায় চলমান আগ্রাসনের মধ্যে মন্ত্রিসভায় ফাটলের খবর বেরিয়েছে। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজজিরার এক প্রতিবেদনে বলা হয়,গত রোববার এক্সে একটি পোস্ট ঘিরে মতবিরোধ প্রকাশ্য হয় ইসরাইলের রাজনীতিতে। ওই পোস্টে বেনিয়ামিন নেতানিয়াহু লিখেন, গত ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে তি্নি আগাম কোনো সতর্কবার্তা পাননি। ওই হামলার দায়ও একপ্রকার ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দাপ্রধানদের ওপর চাপান তিনি। এক্সে পোস্ট করা্ ওই বক্তব্যের পর তীব্র ক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। দেশটির রাজনৈতিক নেতারা নেতানিয়াহুর সমালোচনা করে বলেন, গাজায় যখন জটিল এক সামরিক অভিযান চলছে, তখন রাজনীতি নিয়ে খেলছেন প্রধানমন্ত্রী। পরে ক্ষোভ তীব্র আকার ধারণ করলে ওই পোস্টটি মুছে দিয়ে ‘আমি ভুল বুঝেছিলাম’ বলে ক্ষমা চান। তবে ক্ষমা চাওয়ার পরও মন্ত্রিপরিষদে নিজ দলের ও বিরোধী দলের বেশ কয়েকজন সদস্য প্রসঙ্গত,গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরপরই যুদ্ধকালীন একটি ছোট মন্ত্রিপরিষদ গঠন করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই মন্ত্রিপরিষদে  সাবেক সেনা কর্মকর্তা ও বিরোধী দলের সদস্যও রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | যুদ্ধকালীন | মন্ত্রিপরিষদে | ফাটল