আর্কাইভ থেকে এশিয়া

গাজার চার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১৩

গাজার চার হাসপাতালে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ১৩
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়  চারটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে গাজার সবচেয়ে বড় হাসপাতালও রয়েছে। হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরার বরাত দিয়ে  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফায় বৃহস্পতিবার রাতে পাঁচবার বোমা হামলা চালায়। আল-শিফা হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়ার বরাত দিয়ে এএফপি’র প্রতিবেদনে বলা হয়,  ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সবচাইতে বড় আল-শিফা হাসপাতালে আক্রমণ চালায়। এছাড়া আল রানতিসি, আল নাসর হাসপাতাল, সরকারি চক্ষু হাসপাতাল ও মানসিক স্বাস্থ্য হাসপাতালেও তারা হামলা চালায়। তবে ইসরায়েলি সামরিক বাহিনী হতামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।’ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, ট্যাংকগুলো গাজা শহরের আরো কিছু হাসপাতাল ঘেরাও করেছিল। কয়েক সপ্তাহ ধরে কয়েক হাজার লোককে অঞ্চলটির দক্ষিণে পালিয়ে যেতে বাধ্য করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বারবার হামাসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে হামলার সমন্বয় সাধনে হাসপাতাল, বিশেষ করে আল-শিফা ব্যবহার করে হামাস। পাশাপাশি এটি হামাস কমান্ডারদের আস্তানা হিসেবে ব্যবহারের অভিযোগও করেছে তারা। হামাস কর্তৃপক্ষ ও চিকিৎসকরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজার | চার | হাসপাতালে | ইসরায়েলি | বাহিনীর | হামলা | নিহত | ১৩