আর্কাইভ থেকে বাংলাদেশ

ডিবি অফিস থেকে বেরিয়ে যা বললেন অভিনেত্রী তিশা

ডিবি অফিস থেকে বেরিয়ে যা বললেন অভিনেত্রী তিশা
‘লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি।এজন্য ডিবি কার্যালয়ে এসেছি। আমার মনে হয় ডিবি অফিস একটা আস্থার জায়গা। আমরা শোবিজ ইন্ডাস্ট্রিসহ সব প্লাটফর্মের যারা বিপদে পড়ি,বিশেষ করে যারা সাইবার বুলিং বা হেরাজমেন্টের শিকার হই,তারা এখানে আসেন, হারুন স্যারের হেল্প নেন। আমিও তার ব্যতিক্রম নই।’ সোমবার (২০ নভেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী তানজিন তিশা। সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হচ্ছেন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি যদি স্ট্যাটাস দিয়ে কোনো বিষয় স্পষ্ট করতে চাই, তাহলেও আমি বুলিং হচ্ছি। এ জন্য আমার কাছে মনে হয়েছে হারুন স্যারের কাছে আসলে, স্পেশালি ডিবি অফিসে আসলে আমি তাদের সহযোগিতা পাবো। তাদের সহযোগিতায় আপনাদেরকে বিষয়টি কিছুটা স্পষ্ট করতে পারব। এ কারণেই আজকে আমার ডিবি কার্যালয়ে আসা।’ বেসরকারি এক টিভি চ্যানেলের সাংবাদিকের বিরুদ্ধে তিশা বলেন, ‘আমি অসুস্থ থাকা অবস্থায় তিনি আমাকে যে টেক্সট পাঠিয়ে প্রশ্ন করেছেন সেই বিষয়ে পাবলিকলি কিছু জানাতে চাই না। তার টেক্সট পেয়ে তাকে কল করে কথা বলি। সেই কথাগুলো তিনি অনলাইনে ছেড়েছেন। একজন নারী হিসেবে এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে এটা মোটেও কাম্য ছিল না। শুধু তার বিষয়ে অভিযোগ জানিয়েছি। আশা করছি সুষ্ঠু সমাধান হবে।’ এ ব্যাপারে ডিবি প্রধান হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘তানজিন তিশা সাইবার বুলিংয়ের সমস্যায় পড়ে ডিবি কার্যালয়ে এসেছিলেন। তার অভিযোগটি পেয়েছি। সাইবার নর্থ ডিভিশনকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাতে পারবো তার সঙ্গে আসলে কী হয়েছে।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন,“তিশা কোনো সাংবাদিকের কথা বলেননি, বলেছেন একজন ব্যক্তি তাকে টেক্সট দিয়েছে। সবকিছু যাচাই বাছাই করে তদন্তের পর জানাতে পারবো।” প্রসঙ্গত, সম্প্রতি তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা শিরোনামে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করে। ওইসময় গুঞ্জন ওঠে-ছোট পর্দার দুই অভিনেতার সঙ্গে  প্রেমের সম্পর্কে জটিলতা থেকে আত্মহত্যার চেষ্টা করেছেন অভিনেত্রী তিশা।এবিষয়টি সম্পর্কে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি নিজের সবোর্চ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও তিশা জানান। পরবর্তীতে বিনোদন সাংবাদিকসহ বিভিন্ন সচেতন মহলের তোপের মুখে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে ক্ষমা চানে। সেই পোস্ট অবশ্য মুছে ফেলেন অভিনেত্রী তিশা। এসব ঘটনা নিয়ে সমালোচনার মাঝেই রোববার (১৯ নভেম্বর) রাতে হঠাৎই করেই তিশার একটি পুরোনো ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে তিশা প্রেমের সম্পর্কে জড়ালেও ওই সম্পর্ক বেশি দিন টিকেনি। তখন হাবিবের সঙ্গে সম্পর্ক নিয়ে গায়কের সাবেক স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে কথা বলেছিলেন অভিনেত্রী তিশা। তাদের ওই ফোনালাপটি নতুন করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিবি | অফিস | বেরিয়ে | অভিনেত্রী | তিশা