জাতীয়

চট্টগ্রাম বন্দর আমরা কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দরকে আমরা আধুনিকায়ন ও সংস্কার করতে চাই। তবে বন্দর কাউকে দিচ্ছি না।

রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর ক্যাপিটাল মার্কেট সাংবাদিক ফোরামের আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো যাতে চট্টগ্রাম বন্দর ম্যানেজ করতে পারে, সে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বন্দর কাউকে হস্তান্তর করা হবে না। আমরা চাই, টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন।

তিনি আরও জানান, ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে।

এর আগে, গত ১৪ মে চট্টগ্রাম বন্দর পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “চট্টগ্রাম বন্দর হলো অর্থনীতির হৃদপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন সম্ভব নয়। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করছি কীভাবে এই বন্দরকে উন্নত করা যায়। এটিকে সত্যিকারের একটি আধুনিক বন্দর হিসেবে গড়ে তুলতে হবে।”

তিনি বলেন, আমাদের মতো দেশে একটি বন্দর নিয়ে যখন কথা বলি, সেখানে মাত্র কয়েকটি টার্মিনাল রয়েছে। অথচ অনেক দেশেরই ২০-৩০টি বন্দর টার্মিনাল থাকে। আমাদের অর্থনীতির হৃদপিণ্ড হিসেবে চট্টগ্রাম বন্দরের অবস্থা বেশ নাজুক। এভাবে বেশি দিন চললে এই ‘রোগী’ বাঁচবে না। সুতরাং এটিকে শক্তিশালী ও টেকসই করে তুলতে হবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

প্রধান উপদেষ্টার দেয়া ওই বক্তব্যের পর থেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলো সরব হয়ে বন্দর বিদেশিদের কাছে না দেয়ার দাবি তুলেছে। আবার অনেকেই বন্দর বিদেশিদের হাতে না দিতে আন্দোলনে রাস্তায়ও নেমেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #চট্টগ্রাম বন্দর #প্রেস সচিব শফিকুল আলম