আর্কাইভ থেকে অপরাধ

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'র পাঁচ সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠন 'আল্লাহর দল'র পাঁচ সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গতকাল শনিবার (২৫ নভেম্বর) কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সংস্থাটির ধারণা আগামী নির্বাচনে নাশকতা করার জন্য সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করতে পারে সংগঠনটি। রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বারিধারায় এটিইউ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কুমিল্লা অঞ্চলে আল্লাহর দলের ২০ থেকে ২৫ জন সদস্য বেশ কিছুদিন যাবৎ একত্রিত হওয়ার পরিকল্পনা করছিল। এজন্য তারা কোচিং সেন্টারের নামে কুমিল্লাতে একটি বাসা ভাড়া নেয়। কুমিল্লার কতোয়ালি এলাকাতে ভাড়া নেয়া কোচিং সেন্টারে মিটিংয়ের আয়োজন করা হয়। মিটিংয়ের দিন অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশি অভিযানে কুমিল্লা জেলার প্রধান মশিউর রহমান, দুই নায়েবে আমিরসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেন। ব্রিফিয়ে জানানো হয়, অসংখ্য সদস্য এ জঙ্গী সংগঠনটির সদস্য। প্রতি জেলায় এ সংগঠনটির সদস্য সক্রিয় আছে। একইসাথে নিষিদ্ধ দলটি আর্থিকভাবে অন্য জঙ্গি দলের চেয়ে শক্তিশালী বলে জানান সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন জঙ্গি | সংগঠন | আল্লাহর | দলর | পাঁচ | সদস্য | গ্রেপ্তার