আর্কাইভ থেকে আওয়ামী লীগ

প্রয়োজনে শরিকদের জন্য ১০০ আসন ছাড়া হবে: কাদের

প্রয়োজনে শরিকদের জন্য ১০০ আসন ছাড়া হবে: কাদের
আমরা ৩০০ আসনে নৌকা দেবো। সমন্বয় যখন হবে তখন প্রয়োজনে ছেড়ে দেবো। আসন্ন নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে নমিনেশন দেয়া হলেও শরিকদের জন্য ১০০ আসন ছেড়ে দেয়া হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জোটের অস্তিত্ব আওয়ামী লীগ অস্বীকার করে না। ১৪ দলের সঙ্গে জোট আছে। আর এ জোটের জয়ী হওয়ার মতো প্রার্থীদের কথাও ভোটের লড়াইয়ের ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে এলে স্বাগত জানাবে আওয়ামী লীগ। তবে বিএনপিকে ভোটে আনার কোনো কৌশল নেই। ওবায়দুল কাদের আরও বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন বিভিন্নজন বিভিন্নরকম মন্তব্য করছে। এখন বিদেশি বন্ধুরাও নির্বাচনের পরিবেশ অবজার্ভ করছে। ১০০ পর্যবেক্ষক আসবে এমন আভাস পাচ্ছি। এ সংখ্যা বাড়তেও পারে। এখানে নানা জনের নানা মত থাকবে। এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে দুটি আসনে নৌকা প্রতীকে প্রার্থী ঘোষণা করেনি আওয়ামী লীগ। এছাড়া বাকি ২৯৮ আসনের প্রার্থী কে, তা জানিয়েছে দলটি। এ প্রসঙ্গে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, এই দুই আসনের প্রার্থী পরে জানানো হবে। আসন দুটি হলো কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫।      

এ সম্পর্কিত আরও পড়ুন প্রয়োজনে | শরিকদের | জন্য | ১০০ | আসন | ছাড়া | হবে | কাদের