আর্কাইভ থেকে ফুটবল

যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে মামলা
পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে বিতর্কিত ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) বিনান্সের প্রচারণার অভিযোগে যুক্তরাষ্ট্রে মামলা হয়েছে।  গেলো ২৭ নভেম্বর ভুক্তভোগীদের পক্ষে তিনজন বাদী হয়ে ফ্লোরিডার ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলার আবেদন করেন। যুক্তরাষ্ট্রের জেলা আদালতে দায়ের করা সেই মামলায় দাবি করা হয়েছে, রোনালদোর প্রচারগুলি বিন্যান্সকে তার লক্ষ লক্ষ অনুসারী, অনুরাগী এবং সমর্থকদের বিনান্স প্ল্যাটফর্মের সাথে বিনিয়োগ করতে উত্সাহিত করে অনিবন্ধিত সিকিউরিটিগুলিতে বিনিয়োগের জন্য সহায়তা করেছিল৷ ক্রিপ্টোবিষয়ক সংবাদমাধ্যম কয়েন টেলিগ্রাফকে উদ্ধৃত করে গোলডটকম জানিয়েছে, ২০২২ সালের মাঝামাঝি রোনালদো তাঁর নিজস্ব এনএফটির (একধরনের ডিজিটাল সম্পত্তি) প্রচারণা চালাতে বিনান্সের সঙ্গে চুক্তি করেন। রোনালদোর বিরুদ্ধে মামলার বাদী মিখায়েল সিজমোর, মিকি ভোংদারা এবং গর্ডন লুইস এই তিন ব্যক্তি বিনান্সে বিনোয়াগ করে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | রোনালদোর | বিরুদ্ধে | মামলা