আর্কাইভ থেকে এশিয়া

চুক্তি শেষ হতে না হতেই হামলা শুরু ইসরায়েলি বাহিনীর

চুক্তি শেষ হতে না হতেই হামলা শুরু ইসরায়েলি বাহিনীর
শেষ হলো হামাস এবং ইসরায়েলের গেলো ৭ দিনের যুদ্ধবিরতি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে দিয়ে আবার শুরু হলো যুদ্ধ। শুক্রবার (১ ডিসেম্বর) গাজায় ফের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গাজার প্রথান শহর গাজা সিটি থেকে এএফপির প্রতিনিধি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাতটা (বাংলাদেশ সময় বেলা ১১ টা) থেকে ইসরায়েলি বিমান বাহিনী ও স্থলবাহিনীর অভিযান শুরু হয়েছে। হামলার কিছু সময় আগে দেয়া এক বিবৃতিতে আইডিএফ বলেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শুক্রবার যেসব জিম্মিকে মুক্তি দেয়ার কথা হামাসের— তা এখনও সরবরাহ করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠীটি। পাশাপাশি হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে রকেট ছোড়ার অভিযোগও আনা হয়েছে আইডিএফের বিবৃতিতে।

এ সম্পর্কিত আরও পড়ুন চুক্তি | শেষ | হতে | হতেই | হামলা | শুরু | ইসরায়েলি | বাহিনীর