আর্কাইভ থেকে টুকিটাকি

জেলেই মিলবে আইসক্রিম, ফুচকা, রয়েছে রূপচর্চার ব্যবস্থাও

জেলেই মিলবে আইসক্রিম, ফুচকা, রয়েছে রূপচর্চার ব্যবস্থাও
অন্যায় করে জেলে গেছেন। খুন, ধর্ষণ, ডাকাতির মতো গুরুতর অপরাধের জন্যই কারাগারে ঠাঁই হয়েছে তাদের। জেলে সাধারণত থাকা, খাওয়া, বিশ্রাম ও বাথরুমের সমস্যা থাকে। সেখানে প্রয়োজনের তুলনায় সবই কম। কিন্তু জেলে যদি পাওয়া যায় আইসক্রিম, ফুচকা, রূপচর্চার ব্যবস্থাও, তা হরে কেমন হবে? হ্যাঁ, এবার জেলবন্দিদের জন্য নানা সুযোগসুবিধার ব্যবস্থা করতে চলেছে  ভারতের মহারাষ্ট্র। ফুচকা থেকে শুরু করে আইসক্রিম- একাধিক খাবারের ব্যবস্থা থাকছে জেলবন্দিদের জন্য। চুলে রং করার ব্যবস্থাও থাকছে জেলের অন্দরেই। তবে প্রশ্ন উঠছে, সাজাপ্রাপ্ত অপরাধীদের জন্য এতো সুযোগসুবিধার আয়োজন কেন? অনেকের দাবি, সাধারণ মানুষের করের টাকায় জেল যেনো পিকনিক হয়ে উঠছে। জেলের মধ্যেই নানা জিনিস কিনতে পারেন বন্দিরা। তবে নির্দিষ্ট কিছু সামগ্রীই মেলে সেখানে। এবার জেলের মধ্যেও পাওয়া যাবে ১৭৩টি জিনিস, যা আগে মিলত না। তার মধ্যেই রয়েছে নানা খাবার। সেই তালিকায় রয়েছে ফুচকা, আচার, বাদাম চাকি, আইসক্রিম, পিনাট বাটারে ইত্যাদি। কফি পাউডার বা সুগারফ্রি মিষ্টিও এবার পাওয়া যাবে জেলের ভেতরে। শুধু খাবারই নয়, জেলে পাওয়া যাবে দৈনন্দিন ব্যবহারের আরও নানা সামগ্রী। বারমুডা শর্টসের পাশাপাশি টিশার্ট কিনতে পারেন বন্দিরা। পাওয়া যাবে ফেস ওয়াশ, চুলের রং। মাদকের নেশা কাটাতে নিকোটিন সমৃদ্ধ ট্যাবলেটও কেনা যাবে জেলের মধ্যে থেকেই। সবমিলিয়ে ১৭৩টি জিনিসের তালিকা তৈরি করেছে মহারাষ্ট্রের কারা দপ্তর। জেলের এডিজিপি অমিতাভ গুপ্ত জানিয়েছেন, খুব বেশি বিধিনিষেধ থাকলে বন্দিদের মানসিক অবস্থাও খারাপ হতে পারে। যদি হাতের নাগালে বেশ কিছু জিনিস পাওয়া যায়, তাহলে সামগ্রিকভাবে বন্দিদের উন্নতি হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন জেলেই | মিলবে | আইসক্রিম | ফুচকা | রয়েছে | রূপচর্চার | ব্যবস্থাও