আর্কাইভ থেকে দেশজুড়ে

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলন, ভালো দামের প্রত্যাশা কৃষকের

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলন, ভালো দামের প্রত্যাশা কৃষকের
আমন ধানের বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। সেখানকার আটটি ইউনিয়নের ফসলের মাঠজুড়ে এখন শুধু ধান আর ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে। কৃষকরা আশা করছেন, ভালো দাম পেলে তারা লাভবান হবেন। জগন্নাথপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৫ শ ৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফলন হয়েছে। এবার এক হাজার কৃষককে প্রণোদনা দেয়া হয়েছে। চলতি মৌসুমে ইতোমধ্যে ৭০ ভাগ ধান কাটা প্রায় শেষ। এবার বর্ষার প্রথম দিকে আশানুরূপ বৃষ্টি না হওয়ার পরও তিন বিঘা জমিতে ধান রোপণ করেন রাণীগঞ্জ ইউনিয়নের কৃষক মিজান। পরে বৃষ্টি হওয়ার পর আরো তিন বিঘা জমিতে ধান লাগান তিনি। তার সব জমিতেই উফশী জাতের রোপা আমন চাষ করেছেন মিজান। স্থানীয় আরেক কৃষক আখলাই। তিনি বলেন, বর্ষার শুরুতে পানির সংকট ছিল। এরপরে ব্যাপক বৃষ্টি হয়। ধান আবাদে তেমন কোনও সমস্যা হয়নি। ধানের ফলনও বাম্পার হয়েছে। তিনি আশা করছেন, বিঘা প্রতি ১৬ থেকে ১৭ মণ ধান হবে। জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওছার আহমদ জানান, জগন্নাথপুরে চলতি মৌসুমে ৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ছিলো। তবে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ফলন হয়েছে। তিনি মনে করেন, কৃষকদের পরামর্শ দেয়া এবং সম্ভাব্য সব ধরনের সহযোগিতার কারণে সেখানে ধানের ভালো ফলন হয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন জগন্নাথপুরে | আমনের | বাম্পার | ফলন | ভালো | দামের | প্রত্যাশা | কৃষকের