আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ফিলিস্তিনের স্কুলে ইসরাইলি বিমান হামলা, নিহত ৫০

ফিলিস্তিনের স্কুলে ইসরাইলি বিমান হামলা, নিহত ৫০
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছেন। স্কুলটি বাস্তুচ্যুতদের আশ্রয় দেয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছিলো। সম্প্রতি গাজার দক্ষিণ অংশে হামলা জোরদার করেছে ইসরাইল। গেলো সোমবার (৪ ডিসেম্বর) রাতে গাজার দক্ষিণ অংশের দারাজ এলাকার স্কুল দুটিতে ইসরাইল বিমান হামলায় চালায়। বার্তাসংস্থা রয়টার্সের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন বলছে, হামলার আগে, গাজার দক্ষিণাংশের খান ইউনুস শহর ট্যাংক দিয়ে ঘিরে ফেলে ইসরাইলি সেনাবাহিনী। পুরো ফিলিস্তিন জুড়ে স্থল অভিযান বাড়ানোই তাদের মূল উদ্দেশ্য। সামাজিক মাধ্যম এবং লিফলেট ছড়িয়ে গাজাবাসিকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।যদিও অবরুদ্ধ গাজাবাসির পালিয়ে বাঁচার জায়গা নেই। প্রসঙ্গত, গেলো ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী এবং শিশু-কিশোর।

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনের | স্কুলে | ইসরাইলি | বিমান | হামলা | নিহত | ৫০