আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

এআই প্রযুক্তির মাধ্যমে বানানো হচ্ছে নারীদের বিবস্ত্র ভিডিও

এআই প্রযুক্তির মাধ্যমে বানানো হচ্ছে নারীদের বিবস্ত্র ভিডিও
ছবি আপ্লোড করলেই বিবস্ত্র হয়ে যায় নারীর শরীর। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার করে ছবিতে নারীদের পোশাকবিহীন করার অ্যাপ এবং ওয়েবসাইটের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে। গেলো সেপ্টেম্বরে ২ কোটি ৪০ লক্ষ মানুষ এসব এপ এবং ওয়েবসাইট ব্যবহার করেছেন।যেখানে নারীদের ছবি আপ্লোড করলেই তাদের পোশাকবিহীন ছবি চলে আসে।এমন তথ্য উঠে এসেছে গ্রাফিকা নামের আমেরিকার একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষণ সংস্থায়। সংস্থাটি আরও জানায়, এআই এর অপব্যবহার করে এ ধরনের অশ্লীল পরিষেবার বিপণনের জন্য ব্যবহার করা হচ্ছে সামজিক যোগাযোগ মাধ্যম। এ বছরের শুরু থেকে এক্স ও রেডইটের মতো প্ল্যাটফর্মে এই ধরনের ওয়েবসাইটগুলির বিজ্ঞাপন আগের তুলনায় প্রায় ২৪০০ শতাংশ বেড়েছে। উল্লেখ্য, শোবিজ তারকারাও এআইয়ের অপব্যবহারের শিকার হচ্ছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন এআই | প্রযুক্তির | মাধ্যমে | বানানো | হচ্ছে | নারীদের | বিবস্ত্র | ভিডিও