আর্কাইভ থেকে টুকিটাকি

বকেয়া বিল আদায় করতে গিয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা, লেলিয়ে দেয়া হলো কুকুর

বকেয়া বিল আদায় করতে গিয়েছিলেন বিদ্যুৎ কর্মীরা, লেলিয়ে দেয়া হলো কুকুর
অনেক দিন ধরেই বিদ্যুৎ বিল দিচ্ছিলো না একটি পরিবার। বকেয়া বিলের সেই টাকা আদায় করতে ওই পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের কর্মীরা। বাড়িতে ঢুকতেই তাদের উপর বাড়ির পোষ্য দুটি কুকুরকে লেলিয়ে দেয়ার অভিযোগ উঠলো। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের। পুলিশ জানায়, বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড (পিভিভিএনএল)-এর জুনিয়র ইঞ্জিনিয়ার জ্যোতি ভাস্কর সিন্‌হা, সাব-ডিভিশনাল আধিকারিক রিনা, কর্মী সুধীর কুমার এবং মহম্মদ ইকবাল এবং তাদের গাড়িচালক মুহম্মদ ইরশাদ বুলন্দশহরে রাজেন্দ্র চৌধুরি নামে এক ব্যক্তির বাড়িতে বকেয়া বিলের সাড়ে তিন লাখ টাকা আনতে গিয়েছিলেন। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা রাজেন্দ্রর বাড়িতে ঢুকতেই, তার স্ত্রী কবিতা এবং পুত্র বিশাল পথ আটকে দাঁড়ান। তারা জানিয়ে দেন, বকেয়া বিল দেয়া হবে না। কেন দেবেন না, তা জানতে চাইলে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, আচমকাই তাদের উপর লাঠি, রড নিয়ে চড়াও হন। ওই কর্মীদের মারধর করা হয়। এমনকি বন্দুক বার করে গুলি করার হুমকিও দেয়া হয়। তার পরেও যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জানিয়ে দেন, তারা টাকা আদায় করেই যাবেন। তখন তাদের উপর পোষ্য কুকুর ছেড়ে দেয়া হয়। কুকুরগুলি কারও হাতে, কারও পায়ে কামড় বসিয়ে দিয়েছে বলে অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। ওই পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অভিযুক্তরা পলাতক।

এ সম্পর্কিত আরও পড়ুন বকেয়া | বিল | আদায় | করতে | গিয়েছিলেন | বিদ্যুৎ | কর্মীরা | লেলিয়ে | দেয়া | হলো | কুকুর