তথ্য-প্রযুক্তি

চার্জ ছাড়াই ৫০ বছর চলবে আপনার প্রিয় স্মার্টফোন

চার্জ ছাড়াই ৫০ বছর চলবে আপনার প্রিয় স্মার্টফোন
স্মার্টফোনের জন্য নতুন এক ধরনের পারমাণবিক তেজস্ক্রিয় ব্যাটারি তৈরি করেছে চীনা কোম্পানি বেটাভোল্ট। এই ব্যাটারি একবার চার্জ দিলেই চলবে ৫০ বছর। বেইজিং-ভিত্তিক কোম্পানি বেটাভোল্ট বলেছে, তাদের উৎপাদিত এই পারমাণবিক ব্যাটারিটিতে মুদ্রার চেয়েও ছোট একটি মডিউলে ৬৩টি আইসোটোপ স্থাপন  করা হয়েছে। কোম্পানিটি বলেছে , পরবর্তী প্রজন্মের ব্যাটারিটি বর্তমানে পরীক্ষামূলক ব্যবহার করা হচ্ছে। শীঘ্রই এটির বাণিজ্যিক ব্যবহার শুরু হবে। চাইনীজরা মনে করছে, তাদের এই উদ্ভাবন চীনকে এআই প্রযুক্তিগত বিপ্লবের নতুন এক ধাপে উন্নীত করবে। বেটাভোল্ট বলেছে, তাদের প্রথম এই পারমাণবিক ব্যাটারি ১০০ মাইক্রোওয়াট শক্তি এবং ৩ ভোল্টেজ শক্তি সরবরাহ করতে সক্ষম। ব্যাটারিটি পরিবেশ বান্ধব। স্মার্টফোন ছাড়াও বিটভোল্টের পারমাণবিক শক্তির ব্যাটারি মহাকাশ যন্ত্র, এআই সরঞ্জাম, চিকিৎসা সরঞ্জাম, মাইক্রোপ্রসেসর, উন্নত সেন্সর, ছোট ড্রোন এবং মাইক্রো-রোবটে ব্যবহার করা সম্ভব। কোম্পানী কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে ১ ওয়াট শক্তির পারমাণবিক ব্যাটারি তৈরি করার পরিকল্পনা করেছে তারা।    

এ সম্পর্কিত আরও পড়ুন চার্জ | ছাড়াই | ৫০ | বছর | চলবে | আপনার | প্রিয় | স্মার্টফোন