দেশজুড়ে

রোহিঙ্গা তরুণীর বিয়ে, ১৯ বিদেশি নাগরিক আটক

রোহিঙ্গা তরুণীর বিয়ে, ১৯ বিদেশি নাগরিক আটক
কক্সবাজারে একটি আবাসিক হোটেলে দুই রোহিঙ্গা তরুণীর সঙ্গে দুই অস্ট্রেলিয়ার নাগরিকের বিয়ের অনুষ্ঠানের আয়োজন থেকে ৬৩ রোহিঙ্গা সহ ১৯ বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন অস্ট্রেলিয়া এবং ৭ জন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম। তিনি বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই রোববার বিকালে শহরের হোটেল সি পার্ল-এ দুই অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে দুই রোহিঙ্গা তরুণীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকসহ ৮২ জনকে আটক করা হয়। রফিকুল ইসলাম  জানান, যেহেতু ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের অবাধ বিচরণ নিষিদ্ধ। সেক্ষেত্রে তাদের শহরের হোটেলে জড়ো করার আগে প্রশাসনের অনুমতি নেয়া উচিত ছিল। হোটেল মালিক কিংবা ম্যানেজার অনুমতি ছাড়াই এমন অনুষ্ঠানের আয়োজন করেছেন। আবার হোটেলে বিদেশি নাগরিকদের অবস্থানের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। এই কর্মকর্তা আরও জানান, আটকদের মধ্যে বর আব্দুল হামিদ (৩২) ও মোহাম্মদ ইলিয়াছ (২৪) মিয়ানমারের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক। তাদের আত্মীয়-স্বজন উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে থাকেন। দুই কনে উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। আটককৃতরা পুলিশের হেফাজতে রয়েছেন। স্থানীয়রা জানান, আব্দুল হামিদ ও মোহাম্মদ ইলিয়াছের সঙ্গে দুই রোহিঙ্গা তরুণীর বিয়ের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে হোটেল সি পার্ল-এ উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের শতাধিক রোহিঙ্গা এবং অনেক বিদেশি নাগরিক উপস্থিত ছিলেন। পুলিশের অভিযানের সময় অনেকে পালিয়ে গেছেন। প্রসঙ্গত, আটক রোহিঙ্গাদের রাতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। রোহিঙ্গার বিয়ে যেন আর না হয়, এ ব্যাপারে হোটেল কর্তৃপক্ষকে সতর্ক করেছে পুলিশ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে কথা বলে বিদেশি পাসপোর্টধারীদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা | তরুণীর | বিয়ে | ১৯ | বিদেশি | নাগরিক | আটক