এশিয়া

শরিয়াহ আইন ‘লঙ্ঘন’ করে বিয়ে, ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ড

শরিয়াহ আইন ‘লঙ্ঘন’ করে বিয়ে, ইমরান খান-বুশরা বিবির কারাদণ্ড
ইসলামী শরিয়াহ অনুসরণ না করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিচারিক আদালত। ওই সময় ইমরান ও বুশরা দুজনই উপস্থিত ছিলেন। পাশাপাশি তাদের প্রত্যেককে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয়েছে। খবর জিও নিউজ শনিবার (৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারের ভেতর স্থাপিত আদালত এ দণ্ড দেন। ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রায় ঘোষণা করেন জ্যেষ্ঠ সিভিল বিচারক কুদরতউল্লাহ। এদিকে বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকা এই মামলা করেন। তিনি দাবি করেন, ইমরান খানকে ইসলামী শরিয়াহ না মেনে বিয়ে করেছেন বুশরা। মামলায় মোট চারজনের স্বাক্ষ্য নেয়া হয়। যা পরবর্তীতে যাচাই-বাছাই করা হয়। এছাড়া দণ্ডবিধির ৩৪২ ধারায় নিজেদের বক্তব্য প্রদান করেন ইমরান ও বুশরা। বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা অভিযোগ করেছেন, ইমরানের সঙ্গে বুশরার অবৈধ বিয়ে হয়েছে। কারণ তার সঙ্গে যখন বুশরার ডিভোর্স হয়— তখন আল্লাহর বিধান অনুযায়ী, অন্তত তিন মাস পর আরেকজনকে তিনি বিয়ে করতে পারতেন। কিন্তু আল্লাহর বিধান না মেনে ইদ্দাত চলার সময় তিনি ইমরানের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন শরিয়াহ | আইন | লঙ্ঘন | করে | বিয়ে | ইমরান | খানবুশরা | বিবির | কারাদণ্ড