আন্তর্জাতিক

সৌদি আরবের তাবুক পাহাড়ে বিরল তুষারপাত

সৌদি আরবের তাবুক পাহাড়ে বিরল তুষারপাত
সৌদি আরবের ঐতিহাসিক তাবুক পাহাড় বিরল তুষারপাতের কবলে পড়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গেলো কয়েক বছর ধরেই দেশটির বিভিন্ন অঞ্চলে প্রকৃতির নানা রূপ দেখছে দেশটির মানুষ। কখনো প্রবল বৃষ্টি আবার পাহাড়ের ভাজে সবুজ অরণ্য। এবার তাবুক পাহাড়ে তুষারপাত দেখলো সৌদি। গেলো (১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার তাবুক অঞ্চলে এ বিরল দৃশ্য দেখতে পায় সৌদি আরব। এবারের শীতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামায় তাবুক পাহাড়ে তুষারপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সৌদির আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, বিগত বছরের তুলনায় এবার শীতকালে বেশি ঠাণ্ডা পড়েছে। হঠাৎই তাপমাত্রা অনেক নিচে নেমে যায়। তাবুক ছাড়াও মদিনা, আল জউফ এবং সীমান্তের উত্তরাঞ্চল কুয়াশায় ঢেকে যায়। এছাড়া সৌদির পূর্বাঞ্চলীয় এলাকা তুরাফে অতিবৃষ্টি এবং শীলা বৃষ্টি হয়। এ অঞ্চলে, আগে  গরমের সময় প্রচুর পরিমানে ধুলিঝড় হলেও এখন তার পরিমাণ অনেক কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | আরবের | তাবুক | পাহাড়ে | বিরল | তুষারপাত