দেশজুড়ে

দুর্গম চরে মদের ব্যবসা, গ্রেপ্তার ১

দুর্গম চরে মদের ব্যবসা, গ্রেপ্তার ১
গাইবান্ধার জিগাবাড়ীর দুর্গম চরে চার স্ত্রীকে নিয়ে মদের ব্যবসা করে আসছিলেন আব্দুস সোবহান নাড্ডু (৪২)। এ বিষয়ে তথ্য পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশ। এ সময় ২৯৩ বোতল বিদেশি মদসহ নাড্ডুকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুস সোবহান সদর উপজেলার কামারজানি ইউনিয়নের পারদিয়ারা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ফুলছড়ি উপজেলার এ্যারেন্ডাবাড়ি ইউনিয়নের পশ্চিম জিগাবাড়ির চরে বসবাস করেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আব্দুস সোবহান নাড্ডু দীর্ঘ দিন ধরে অবৈধ মদের ব্যবসা করে আসছিলেন। একপর্যায়ে রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পশ্চিম জিগাবাড়ির চরে বসতবাড়ির পাশে খড়ের গাদার মধ্যে থাকা ২৯৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। সেখানে ৯টি বস্তার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের দামী মদ ছিল। ওই সময় আব্দুস সোবহান নাড্ডুকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার কামাল হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত নাড্ডুর বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। তার সঙ্গে মাদক ব্যবসায় আরও কেউ জড়িত কি না, সে বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান, পুলিশ সুপার ধ্রুব জ্যোতিময় গোপ (বিপিএম), ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান সরকার। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্গম | চরে | মদের | ব্যবসা | গ্রেপ্তার | ১