জাতীয়

বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন ইসি আলমগীর

বিএনপিকে নিষিদ্ধ করার বিষয়ে যা জানালেন ইসি আলমগীর
বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা মাথায় নেই। যাদের জনসমর্থন আছে আশা করি তারা সবাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে। বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসি মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় কিছু অসঙ্গতি আছে। তবে জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। তাই সবার প্রতি আহ্বান নির্বাচনে আসুন। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। তাই সব রাজনৈতিক দলকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান। ইসি আলমগীর বলেন, উপজেলা নির্বাচনের আচরণ বিধিতে কিছু কিছু অসংগতি ও অস্পষ্টতা আছে। সংশোধনের জন্য পর্যালোচনা করছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে আগামী ৪ মে। ১১ মে হবে দ্বিতীয় ধাপের ভোট। ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে। উল্লেখ্য, সারাদেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে। এছাড়া আগামী মার্চের মধ্যে অল্প কিছু বাদে প্রায় সব কটি উপজেলা নির্বাচন উপযোগী হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপিকে | নিষিদ্ধ | করার | বিষয়ে | জানালেন | ইসি | আলমগীর