অপরাধ

শাহবাগ থেকে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার

শাহবাগ থেকে সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত ওই সদস্যের নাম মো. আবরার হোসাইন (১৮)। গেলো বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) শাহবাগ থানাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মাহফুজুল আলম রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। এটিইউর পুলিশ সুপার শিরীন আক্তার জাহান জানান, আবরার ও তার অন্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তার আবরার কারাবন্দি শীর্ষ জঙ্গিদের সঙ্গে বাইরে থাকা বিভিন্ন জঙ্গির যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করত।

এ সম্পর্কিত আরও পড়ুন শাহবাগ | সন্দেহভাজন | জঙ্গি | গ্রেপ্তার