আইন-বিচার

সারা দেশে বৈধ, অবৈধ হাসপাতালের সংখ্যা জানালো স্বাস্থ্য অধিদপ্তর

সারা দেশে বৈধ, অবৈধ হাসপাতালের সংখ্যা জানালো স্বাস্থ্য অধিদপ্তর
সারা দেশে ১ হাজার ২৭টি অবৈধ বা অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার এবং ১ হাজার ৫২৩টি বৈধ বা নিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তাফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করে অধিদপ্তর। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে প্রতিবেদন তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। প্রতিবেদনের ওপরে আগামী সপ্তাহে শুনানি হবে। এর আগে গেলো ১৫ জানুয়ারি সারা দেশে  অনুমোদনহীন কতগুলো হাসপাতাল রয়েছে, সেই তালিকা এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয় আদালত। আদালত সূত্রে জানা যায়, শিশু আয়ানের মৃত্যুর পরে গেলো ১৫ জানুয়ারি  আয়ানের মৃত্যুতে তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, সেই প্রশ্নে রুল জারি করেছিল হাইকোর্ট। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ডাটাবেজ পর্যালোচনা এবং পরিদর্শনের সময় কাগজপত্র যাচাই-বাছাই করে স্বাস্থ্য অধিদপ্তর দেখেছে, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল নামে কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাছে নিবন্ধন বা লাইসেন্সের জন্য কখনোই অনলাইন আবেদন করেনি। এ ঘটনার পরেই বেসরকারি হাসপাতাল,ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে নড়েচড়ে বসে সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন সারা | দেশে | বৈধ | অবৈধ | হাসপাতালের | সংখ্যা | জানালো | স্বাস্থ্য | অধিদপ্তর