আইন-বিচার

ঘুড়ি উড়ানোয় ২ জনের বিরুদ্ধে মামলা

ঘুড়ি উড়ানোয় ২ জনের বিরুদ্ধে মামলা
মেট্রোরেলের আশপাশে ঘুড়ি উড়ানোয় দায়ে দুই জনের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করা হয়েছে। গেলো বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঘুড়ি উড়ানোয় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। দু জনের নামে মামলা দেয়া ছাড়া আরও ৬ জনকে আটক করা হয়েছিল। তবে অপ্রাপ্ত বয়স্ক হওয়ার তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এন ছিদ্দিক। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান । এম এন ছিদ্দিক বলেন, বর্তমানে দৈনিক ২ লাখ ৭০ হাজার যাত্রী চলাচল করছে। ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিটে নিয়ে আসা হবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে। অফ পিকে আগের মত ১২ মিনিট পর পর এবং পিক আওয়ারে ৮ মিনিট পর পর ট্রেন চলবে। এছাড়া পিক আওয়ারে ১০টি এবং অফ পিক আওয়ারে ৭টি ট্রেন চলবে। তিনি বলেন, ‌‘সিগন্যাল সিস্টেমে’ ত্রুটি দেখা দেয়ায় বৃহস্পতিবার সকালে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সকালে ট্রেন চলাচল শুরুর পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয়। তবে এ সমস্যার কারণে ট্রেন চলাচল স্থগিত করা হয়নি, যাত্রা বিলম্ব হয়েছিল। উল্লেখ্য, এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেওড়াপাড়া বা কাজীপাড়া এলাকায় মেট্রোর তারে ঘুড়ি জড়িয়ে পড়ায় মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে জানান, দুপুর দেড়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে সমস্যার সমাধান করে চলাচল শুরু হয়। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন ঘুড়ি | উড়ানোয় | ২ | জনের | বিরুদ্ধে | মামলা