ক্রিকেট

এলিমেনেটর ম্যাচে অল্প সংগ্রহ চট্টগ্রামের

এলিমেনেটর ম্যাচে অল্প সংগ্রহ চট্টগ্রামের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে এলিমেনেটর ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। খেলায় শুরুতে ব্যাট করতে নেমে অল্প রানেই আটকে গেছে চট্টগ্রাম। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে শুভাগত হোমের দল। সোমবার (২৬ ফেব্রুয়ারি) শেরে বাংলায় টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠায় বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই ৩ বলে ২ রান করে তানজিদ তামিম ও ১৩ বলে ৭ রান করে আউট হন ইমরানুজ্জামান। এরপর ২২ বলে ৩৪ রান করে আউট হন আরেক ওপেনার জশ ব্রাউন। আর ১১ বলে ১৭ রান করে ফিরে যান টম ব্রুস। দলীয় ৬৪ রানে চার উইকেট হারানোর পর সৈকত আলীকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। তবে ১৪ বলে ১১ রান করে সৈকত আউট হলে, ১৬ বলে ২৪ রান করে বিদায় নেন শুভাগত নিজেও। শেষ দিকে রোমারিও শেফার্ডের ১৬ বলে ১১, নাহিদুজ্জামানের ১৩ বলে ১০ রান এবং সালাউদ্দিন শাকিলের ১১ বলে ৮ রানের ইনিংসে ভর করে ১৩৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। ফরচুন বরিশালের হয়ে কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন ও ওবেদ ম্যাককয় দুটি করে উইকেট নেন। এ ছাড়াও তাইজুল ইসলাম নেন এক উইকেট।    

এ সম্পর্কিত আরও পড়ুন এলিমেনেটর | ম্যাচে | অল্প | সংগ্রহ | চট্টগ্রামের