অপরাধ

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮ 

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮ 
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ডিএমপি পক্ষ থেকে বলা হয়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৩২৭ পিস ইয়াবা, ৬ কেজি ৩৯০ গ্রাম গাঁজা, ৩৫২ গ্রাম ৭০ পুরিয়া হেরোইন, ৫৬ বোতল ফেন্সিডিল, ২২ টি ইনজেকশন ও ১২৯০ টি ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন মাদকবিরোধী | অভিযানে | গ্রেপ্তার | ৩৮