দুর্ঘটনা

পুড়ে যাওয়া ভবনের ত্রুটির কথা জানালো পিবিআই

পুড়ে যাওয়া ভবনের ত্রুটির কথা জানালো পিবিআই
বেইলি রোডের পুড়ে যাওয়া ওই বহুতল ভবনটিতে কোনো ভ্যান্টিলেশন ব্যবস্থা ছিল না। এছাড়া ভবনে ফায়ার ইক্যুয়েপমেন্টও পাওয়া যায়নি।  বললেন, পিবিআইর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান সেলি। শুক্রবার (১ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন, পিবিআই ঢাকা দক্ষিণের পুলিশ সুপার। এ পুলিশ সুপার জানান, ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ধোঁয়ার কারণেই বেশিরভাগ মানুষ মারা গেছেন। এত সংখ্যক মানুষের মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, লাশের অবস্থা দেখে প্রাথমিক ভাবে তাদের মনে হয়েছে বেশিরভাগ মানুষ আগুনের ধোয়ায় বিষাক্ত গ্যাসে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন। এছাড়া মানুষ নামতে গিয়ে সিড়ির দিকেও একটি জটলা তৈরির কথা তিনি বলেন। এছাড়া ভিতরে যারা আটকে পড়েন তাঁদের বের হওয়ার নিরাপদ পথ ছিল না। আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক ভাবে তাদের ধারণা ওই ভবনের কোন  রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এটি সিলিন্ডার বিস্ফোরণ, নাকি গ্যাস লিকেজ, নাকি অন্য কারণ এটি তাঁরা খতিয়ে দেখছেন। প্রসঙ্গত, পুড়ে যাওয়া গ্রীন কোজি কটেজ ভবনটিতে পিৎজা ইন, স্ট্রিট ওভেন,কাচ্চি ভাই, খানাসসহ আরও রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া ইলিয়েন, ক্লোজেস্ট ক্লাউডসহ জনপ্রিয় বিপণিবিতানও রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পুড়ে | যাওয়া | ভবনের | ত্রুটির | কথা | জানালো | পিবিআই