স্বাস্থ্য

চলমান অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে ডিসিদের নির্দেশ

চলমান অভিযানে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা করতে ডিসিদের নির্দেশ
অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমরা যে একটা অভিযান শুরু করেছি, সেগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে টিম যাবে, তাদেরকে যেন সর্বাত্মক সহযোগিতা করা হয়। কারণ হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, কিন্তু এটা ডিসি সাহেবদের আছে। বললেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ সামন্ত লাল সেন। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের  তিনি এ কথা বলেন। এসময়ে তাঁর সাথে ছিলেন, সদ্য নিযুক্ত স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. রোকেয়া সুলতানা। মন্ত্রী বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে  অভিযানটা যেন সুষ্ঠুভাবে হয়, এখানে যেন কোন ধরনের বাধা না আসে  সে বিষয়ে ডিসি সাহেবদের অবহিত করেছি। মন্ত্রণালয় ও অধিদপ্তর যেন এই অভিযানটা সুষ্ঠুভাবে সারা বছর পরিচালনা করতে পারে। ডাঃ সামন্ত লাল সেন বলেন, ডিসিরা বলেছেন অনেক হাসপাতালে বেড নেই,পর্যাপ্ত রোগীর ধারণক্ষমতা নেই। অনেক হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে। আবার চিকিৎসকরা অনেক জায়গায় ঠিকমতো কাজ করতে পারছেন না। জেলা প্রশাসকগণ এসব বিষয়ে তাকে জানিয়েছেন। চিকিৎসা খাতে জনবল সংকট সম্পর্কে তিনি বলেন, কিছুদিন আগে তিনি দায়িত্ব নিয়েছেন। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে দুই সচিবসহ একটা মিটিং হয়েছে, সেখানে স্বাস্থ্যখাতে একটি স্ট্যান্ডার্ড জনবল কাঠামো জমা দেয়া হয়েছে এবং তারা সেটি অ্যাপ্রুভ করেছে। এটার জন্য একটু সময় লাগবে। একবারে তো সবকিছু করা সম্ভব না। পর্যায়ক্রমে ধীরে ধীরে সরকার সব হাসপাতালেই জনবল নিয়োগ দেব। মন্ত্রী বলেন,  এতদিন তিনি একা দায়িত্ব পালন করেছেন। এখন আরেকজন যুক্ত হয়েছেন। দুজনে মিলে কাজ করে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা করেন। উল্লেখ্য, রোববার (৩ মার্চ) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়। সম্মেলনের আলোচ্য সূচিতে রাখা হয় মোট ৩৫৬টি প্রস্তাব।

এ সম্পর্কিত আরও পড়ুন চলমান | অভিযানে | স্বাস্থ্য | অধিদপ্তরকে | সহায়তা | করতে | ডিসিদের | নির্দেশ