আন্তর্জাতিক

যে কারণে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজের নির্দেশনা দিল সৌদি

যে কারণে সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজের নির্দেশনা দিল সৌদি
মরুভূমির দেশ সৌদি আরবে বেলা বাড়ার সঙ্গে সূর্যের তাপ বাড়ে। আর এজন্য সূর্যোদয়ের ১৫ মিনিট পর ঈদের নামাজ আদায় করার নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনাটি জারি করেন দেশটির ইসলামবিষয়কমন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখ। মন্ত্রী ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে নির্দেশনার পত্রটি পাঠিয়েছেন। সৌদি গেজেটে সরকারের পত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। মুসল্লিরা যাতে আরামদায়ক আবহাওয়ায় নামাজ আদায় করতে পারেন সেজন্য এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।  শীতপ্রধান ও নাতিশীতোষ্ণ দেশে একটু বেলা করে ঈদের নামাজ আদায় করলেও সৌদিতে তা কষ্টসাধ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন কারণে | সূর্যোদয়ের | ১৫ | মিনিট | ঈদের | নামাজের | নির্দেশনা | দিল | সৌদি