ফুটবল

ফোডেনের হ্যাটট্রিকে ভিলাকে উড়িয়ে দিলো সিটি

ফোডেনের হ্যাটট্রিকে ভিলাকে উড়িয়ে দিলো সিটি
অ্যাস্টন ভিলার সাথে প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।  এত প্রতাপ নিয়ে জিতেও, অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।  সিটির বাকি আছে আরও ৮ ম্যাচ। ম্যাচগুলো জিততে হবে, পাশাপাশি লিগের শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দলগুলোকে হারতেও হবে। তবে সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি কিছু। বুধবার রাতে ভিলার বিপক্ষে ফিল ফোডেনের হ্যাটট্রিকে সে প্রমাণ মিলল। পেপ গার্দিওয়ালার সিটির বিপক্ষে লড়েছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে ৪-১ গোলে জিতেছে সিটি। ফোডেনের হ্যাটট্রিকে সহজ হয়েছে গার্দিওয়ালার দলের জয়। আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনা’কে ছাড়াই মাঠে নেমেছিল সিটি। তবে ফোডেনের ফর্মের দিনে সেটুকু অভাব বোধ হয়নি আকাশি-নীল দলের। অন্যদিকে কিছুটা অসুস্থতার কারণে বিশ্বকাপ-জয়ী গোলরক্ষক এমি মার্টিনেজকে ছাড়া নেমেছিল ভিলা। মার্টিনেজের অভাব বোধ করেছে নিশ্চয়ই এমেরি। ম্যাচ শুরু হওয়ার ১১ মিনিটের মাথায় রদ্রির গোলে এগিয়ে যায় সিটি। এরপর ৯ মিনিটে জন ডুরানের গোলে সমতায় ফেরে ভিলা। বাকিটা সময় ফোডেনের পায়ে বল ঘুরতে থাকে। একে একে তিনটি গোল দিয়েছেন প্রতিপক্ষের জালে। প্রথমার্ধ শেষ হওয়ার একেবারে সন্নিকটে প্রথম গোল দেওয়ার পর, ৬২ ও ৬৯ মিনিটে দ্বিতীয় ও তৃতীয় গোল করেন ফোডেন। সিটির হয়ে ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ফোডেন। সবগুলো প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৩ ম্যাচ খেলেছেন এই ইংলিশ মিডফিল্ডার, গোল করেছেন ২১ টি। প্রিমিয়ার লিগে ফোডেনের তৃতীয় হ্যাটট্রিক এটি।   আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে, ৬৮ পয়েন্ট নিয়ে। এদিকে ৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান দ্বিতীয়তে। সিটি ও ভিলা পরপর তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ফোডেনের | হ্যাটট্রিকে | ভিলাকে | উড়িয়ে | দিলো | সিটি