দেশজুড়ে

১৮ নারীসহ কেএনএফের ৪৯ সদস্য আটক

১৮ নারীসহ কেএনএফের ৪৯ সদস্য আটক
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ১৮ নারীসহ আরও ৪৯ জনকে আটক করা হয়েছে। এসময়ে তাদের কাছ থেকে  গাড়ি ও ৭ টি অস্ত্র, গুলি এবং ল্যাপটপ জব্দ করা হয়। সোমবার (৮ এপ্রিল) কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, রুমার পাহাড়ে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযানে আরও ৪৯ জনকে আটক করা হয়েছে। জানা যায়, ব্যাংক লুটের ঘটনায় কেএনএফ এর নারী সদস্যরাও অংশ নেয়। রুমার পাহাড়ে পরিচালিত  অভিযানে ব্যাংক লুটের ঘটনায় ব্যবহৃত গাড়িও উদ্ধার করেছে যৌথবাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনায় জড়িতদের ধরতে  রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদম উপজেলায় সেনাবাহিনী-র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। এদিকে কেএনএফের হামলার ঘটনায় বান্দরবান জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাঁজোয়া যানসহ বিভিন্ন কৌশলগত সক্ষমতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রসঙ্গত, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংকের টাকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র লুট করে কেএনএফ সন্ত্রাসীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৮ | নারীসহ | কেএনএফের | ৪৯ | সদস্য | আটক