দেশজুড়ে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট
সোমবার সকাল থেকেই ঈদে ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে শিল্প অধ্যুষিত এ অঞ্চলের লাখ লাখ মানুষে ছুটছেন আপন ঠিকানায়। ফলে মহাসড়কে যানবাহনের তীব্র চাপ সৃষ্টি হয়েছে। যান চলাচলে দেখা দিয়েছে  ধীরগতি। সোমবার (৮ এপ্রিল) নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন,  বিভিন্ন স্টেশনে যাত্রী তোলার জন্য বাসগুলো দাড়াচ্ছে। যার ফলে যানবাহনে ধীরগতির দেখা দিয়েছে। তবে দীর্ঘদিন সময় আটকে থাকার মতো কোন যানজট নেই। মূলত রাতের যানজটটা সৃষ্টি হয়েছে যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়ার জন্য। সরেজমিনে দেখা যায়, সোমবার বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে টাঙ্গাইলমুখী সড়কে কোনাবাড়ি থেকে গোড়াই পর্যন্ত যানবাহণের ধীরগতি সৃষ্টি হয়েছে। একই অবস্থা চন্দ্রা নবীনগর সড়কের বাইপাইল পর্যন্ত। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে গোড়াই পর্যন্ত কোথাও কোথাও উভয়মুখী সড়কেই ছুটছে দূরপাল্লার পরিবহন। এতে বিভিন্ন পয়েন্টে জটলা সৃষ্টি হচ্ছে। বিকেলে কিছুটা স্বস্তি থাকলেও বিকেল গড়িয়ে রাত আসতেই ধীরগতি থেকে সৃষ্টি হয়েছে যানজটের। ফলে আশপাশের বিভিন্ন আঞ্চলিক সড়কেও প্রভাব পরছে। পর্যবেক্ষণ করে দেখা যায় কোনাবাড়ি হতে গোড়াই পর্যন্ত ১৪ কিলোমিটার এবং চন্দ্রা হতে বাইপাইল এর দিকে ৪ কিলোমিটার এতে মহাসড়কে অন্তত ২০ কিলোমিটার যানজটে রূপ নিয়েছে। প্রসঙ্গত,  মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনশতাধিক সদস্য কাজ করছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাটাঙ্গাইল | মহাসড়কে | ২০ | কিলোমিটার | দীর্ঘ | যানজট