Connect with us

এশিয়া

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইইউয়ের নতুন নিষেধাজ্ঞার আভাস

Avatar of author

Published

on

ইসরায়েলের ওপর ইরান হামলার পর নতুন করে দেশটিতে নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েল অবশ্য আগেই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বলেছে- সপ্তাহান্তে ইসরায়েলের ওপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে।

ইউএস ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, তিনি আগামী দিনগুলিতে পদক্ষেপ নেবেন বলে আশা করছেন। অন্যদিকে ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল বলেছেন, তারা এটি নিয়ে কাজ করছেন।

ইসরায়েল তার মিত্রদের প্রতি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে। এই কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ অক্টোবরে শেষ হয়েছে।

Advertisement

নিষেধাজ্ঞাগুলি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি বিস্তৃত চুক্তির সঙ্গে যুক্ত ছিল।

তবে মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং নতুন যুক্ত করেছে।

সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেছেন, ইরানের হামলার জবাব দেয়া হবে না।

শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলে ইরানের প্রথম সরাসরি হামলায় ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন থেকে ৩০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়। তবে এসবের বেশিরভাগই ইসরায়েল এবং তার মিত্ররা ধ্বংস করেছে বলে দাবি করেছে।

তেহরান বলেছে, হামলাটি ১ এপ্রিল সিরিয়াতে তার কনস্যুলেটে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ ছিল, যাতে ১৩ জন নিহত হয়েছিল।

Advertisement

ইসরায়েল এখন পর্যন্ত শুধুমাত্র কূটনৈতিক জবাব দিয়েছে বলে মনে হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ৩০টিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।

ইরানের প্রধান সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করার আহ্বানও জানিয়েছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই করেছে কিন্তু যুক্তরাজ্য তা করেনি।

মঙ্গলবার বক্তৃতাকালে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ইয়েলেন বলেছেন, ‘নিষেধাজ্ঞার বিষয়ে আমি পুরোপুরি আশা করি যে আমরা আগামী দিনে ইরানের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ব্যবস্থা নেব।’

‘আমরা আমাদের নিষেধাজ্ঞার প্রাক-প্রচার পরীক্ষা দেখি না। তবে আমার আলোচনায় ইরানের সন্ত্রাসী অর্থায়ন ব্যাহত করার সমস্ত বিকল্প টেবিলে রয়েছে।’ বলেন তিনি।

ইয়েলেন বলেন, ‘ইরানের তেল রপ্তানি ছিল একটি সম্ভাব্য ক্ষেত্র যা আমরা মোকাবেলা করতে পারি। স্পষ্টতই, ইরান কিছু তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে।’

Advertisement

ইয়েলেন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানকে বিচ্ছিন্ন করার জন্য অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো ব্যবহার করছে এবং প্রক্সি গোষ্ঠীকে অর্থায়ন করার এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন করার ক্ষমতাকে ব্যাহত করছে।’

পরে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান পরে বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামসহ এর পাশাপাশি বিপ্লবী গার্ড এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করবে।

“আমরা আশা করি যে আমাদের মিত্র এবং অংশীদাররা শীঘ্রই তাদের নিজস্ব নিষেধাজ্ঞাগুলো অনুসরণ করবে,” তিনি যোগ করেন।

ইইউর শীর্ষ কূটনীতিক বোরেল বলেছেন, কিছু সদস্য দেশ ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরো বাড়ানোর জন্য বলেছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা সম্পর্কিত প্রয়োজনীয় কাজ শুরু করার জন্য ইইউ এর কূটনৈতিক পরিষেবার কাছে একটি অনুরোধ পাঠাবেন তিনি।

Advertisement

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক্স-এ একটি পোস্টে নিষেধাজ্ঞা গ্রহণের দিকে ইতিবাচক প্রবণতাকে স্বাগত জানিয়েছেন।

সর্বশেষ হামলার পর মধ্যপ্রাচ্যে বড় ধরনের উত্তেজনা এড়াতে বিশ্বনেতারা সংযমের আহ্বান জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যিনি বারবার ইসরায়েলের প্রতি তার সমর্থনকে ‘লৌহবর্ম’ বলে ঘোষণা করেছেন, বলেছেন তিনি বিশ্বাস করেন যে এই পর্বে ইসরায়েলের বিজয় ঘোষণা করা উচিত এবং জয় নেওয়া উচিত।

মঙ্গলবার সন্ধ্যায় একটি ফোন কলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এর প্রতিক্রিয়ায় আরও উত্তেজনার বিরুদ্ধে সতর্ক করেছেন।

‘তিনি জোর দেন যে উল্লেখযোগ্য উত্তেজনা কারও স্বার্থে নয় এবং এটি মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতাকে আরও গভীর করবে,’ ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন।

Advertisement

বিশ্বের সাতটি ধনী দেশের জি-৭ গ্রুপ এখন কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করছে।

ইরানের মিত্র রাশিয়াও সংযমের আহ্বান জানিয়েছে। মঙ্গলবার ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট রাইসির মধ্যে একটি ফোন কলের পরে ক্রেমলিন এ কথা বলেছে।

টিআর/

Advertisement

আন্তর্জাতিক

দূরদর্শনের লোগোর রং বদলে ‘গেরুয়া’, বিতর্কঝড়ে গোটা ভারত

Avatar of author

Published

on

সংগৃহীত ছবি

আচমকাই বদলে গেছে ভারতের সরকারি টেলিভিশন চ্যানেল-দূরদর্শনের লোগোর রং।নীলের বদলে দূরদর্শনের লোগো এখন গেরুয়া। সরকারি গণমাধ্যমের লোগোতে এ পরিবর্তন আনার ঘটনায় রাতারাতি শোরগোল পড়ে গেছে গোটা দেশে। সরব হয়েছে সরকারবিরোধি শিবির। তবে যাদের বিরুদ্ধে সমালোচনার তীর ছুড়ছেন, সেই বিজেপি শিবির এখন পর্যন্ত নিশ্চুপ। মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি প্রশাসনও।

১৯৫৯ সালে প্রথম সম্প্রচার শুরু হওয়ার পরে ১৯৬৫ সালে আকাশবাণীর একটি অংশ হিসেবে শুরু হয় দূরদর্শনের নিয়মিত সম্প্রচার। বর্তমানে ডিডি ন্যাশনাল, ডিডি ইন্ডিয়া, ডিডি স্পোর্টসসহ  ৬টি রাষ্ট্রীয় চ্যানেল এবং ডিবি বাংলা, ডিডি বিহারসহ ১৭টি  আঞ্চলিক চ্যানেল পরিচালনা করে দূরদর্শন। তবে চলমান লোকসভা ভোটের মধ্যেই সরকারি গলমাধ্যমটির  লোগোর রং পরিবর্তন করে গেরুয়া করায় অনেকেই অবাক হয়েছেন। ভোটের মুখে এই রংবদলের পেছনে অনেকেই রাজনীতির ছায়া দেখছেন।

এরকম ভাবার যথেষ্ট কারণও রয়েছে। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দলীয় রং গেরুয়া। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই অনেক সরকারী প্রতিষ্ঠান ও স্থাপনায়  গেরুয়াকরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।  বিজেপি শিবিরের গেরুয়াকরণের এমন তালিকায় সবশেষ যুক্ত হলো সরকারি প্রচারমাধ্যম। বিজেপিবিরোধী শিবির মনে করছে, সুকৌশলে কেন্দ্রের শাসকদলের গেরুয়াকরণ নীতির জেরেই এমনটা হয়েছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যেপাধ্যায় এর কঠোর সমালোচনা করেছেন। তিনি জানান, যখন দেশজুড়ে সাধারণ নির্বাচন চলছে, তখন হঠাৎ করেই দূরদর্শনের লোগোর রং বদলে গেরুয়া করে ফেলা হয়েছে। এ্টা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনী।

রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জহর সরকারও লোগোর রং গেরুয়া করার তীব্র সমালোচনা করেন।

Advertisement

তিনি বলেন,  ‘লোগো নীল থেকে গেরুয়া রংয়ে পরিবর্তন করায় এটা এখন আর প্রসার ভারতী নেই, এটা একটা বিশেষ দলের ‘প্রচার ভারতী’।’

এক ভিডিও বার্তায় দূরদর্শনের সাবেক এই সিইও বলেন, ‘এটা দুঃখজনক যে সরকারি চ্যানেল তাদের ব্রান্ডিংয়ের জন্য এই রং বেছে নিয়েছে। তবে সেটা কমলা বা অন্য কোনো রং হতে পারতো। লক্ষ লক্ষ মানুষ এটা দেখেন। কোনো নির্দিষ্ট ধর্মের রং ছড়ানোর জন্য এই প্লাটফর্ম ব্যবহার করা ঠিক নয়।

এদিকে, সরকারী গণমাধ্যমের লোগো গেরুয়াকরণের বিরুদ্ধে সমলোচনার ঝড় অব্যাহত থাকলেও একেবারে মুখে কুলুপ এঁটেছেন ক্ষমতাসীন বিজেপি জোট এবং মোদি প্রশাসন। তবে মুখ খুলেছেন প্রসার ভারতীয়’র বর্তমান সিইও গৌরব দ্বিবেদী। তিনি দূরদর্শনের লোগোর রং বদলের বিষয়ে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন,  ‘নতুন লোগোটি কমলা রংয়ের, গেরুয়া রংয়ের নয়।  আর এই পরিবর্তন কোনো দল বা নির্দিষ্ট কোনো রংয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

তিনি জানান,  এর আগেও দূরদর্শনের লোগোতে নীল ও হলুদ রং ব্যবহার করা হয়েছে। লোগোতে উজ্জ্বল রং করা বিজ্ঞাপন কৌশলের অংশ। তাই এই পরিবর্তনগুলো চ্যানেলের স্বার্থে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান।

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

এশিয়া

রাফায় ইসরায়েলের বিমান হামলা, ১৩ ফিলিস্তিনির মৃত্যু

Avatar of author

Published

on

গাজার রাফাতে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবু তাহা নামের একটি পরিবারের ৯ সদস্য নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাস্থল থেকে একটি ছোট শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটির এক প্রতিবেশি তাকে আবু তাহা পরিবারের একটি বারান্দা থেকে উদ্ধার করেন। ধারণা করা হচ্ছে সে তার পরিবারের একমাত্র জীবিত ব্যক্তি। বাকি সবাই হয়তো ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

অবশ্য রাফাতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের তিনটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়েছেন বলে সোমবার চিকিৎসকরা জানিয়েছেন। অবশ্য গাজার মিডিয়া আউটলেট মৃতের সংখ্যা ১৫ বলে জানিয়েছে।

অন্যদিকে গাজা শহরে ইসরায়েলি বিমান দুটি বাড়িতে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

Advertisement

গেলো বছরের ৭ অক্টোবর থেকে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গা করে ১৩ লাখ মানুষ রাফাহতে এসে আশ্রয় নেন। এখন সেই রাফাতে হামলার পরিকল্পনা করছে ইসরায়েলিরা।

এছাড়া রাফাতে এই হামলা এমন এক সময়ে হলো যখন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য হামাসের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে মিসর।

উল্লেখ্য, গেলো ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭ হাজারের বেশি মানুষ।

টিআর/

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

আন্তর্জাতিক

বন্দুকধারীর হামলায় প্রাণ গেলো জনপ্রিয় টিকটক তারকার

Avatar of author

Published

on

ইরাকের সামজিক যোগাযোগমাধ্যমে অনেক প্রভাবশালী এবং সুপরিচিত টিকটক তারকা ওম ফাদাহ। ছবি-বিবিসি (ফাইল)

ইরাকে এক নারী টিকটক তারকাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ এপ্রিল) মোটরসাইকেলে করে আসা এক বন্দুকধারী ব্যক্তি ওই নারীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পরিচিত এক নারীকে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে হত্যা করেছে। হত্যার বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ওম ফাদাহ ইরাকের সামজিক যোগাযোগমাধ্যমে অনেক প্রভাবশালী এবং সুপরিচিত ছিলেন। বাগদাদে তার বাড়ির বাইরে তাকে গুলি করে হত্যা করা হয়। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে একই কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক আল হুররা নিউজ এজেন্সি এরই মধ্যে জানিয়েছে, ওই বন্দুকধারীর হামলায় আরও এক নারী আহত হয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি এক নিরাপত্তা কর্মকর্তা জানান, অজ্ঞাতনামা এক হামলাকারী জায়উনা জেলায় ওম ফাহাদকে তার গাড়িতে গুলি করে। ওই হামলাকারী খাবার ডেলিভারি দেওয়ার ভান করে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement

বিবিসি’র প্রতিবেদনে জানা যায়, ওম ফাহাদের আসল নাম ছিলো গুফরান সায়াদি। আঁটসাঁট পোশাক পরে ইরাকি সংগীতে নাচের টিকটক ভিডিওগুলো সোস্যাল মিডিয়ায় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় ইরাকের একটি আদালত।‘শালীনতা এবং জনসাধারণের নৈতিকতাকে ক্ষুণ্ন করে এমন অশালীন বক্তৃতাসহ ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য ওম ফাদাহকে ওই কারাদণ্ড দেওয়া হয়।

পুরো পরতিবেদনটি পড়ুন

জাতীয়

আইনমন্ত্রী-আনিসুল-হক আইনমন্ত্রী-আনিসুল-হক
জাতীয়40 mins ago

শ্রমিক অধিকার লঙ্ঘনে শাস্তি বাড়ছে মালিকদের : আইনমন্ত্রী

শ্রমিক অধিকার লঙ্ঘনে শাস্তির পরিমাণ বাড়ছে মালিকদের। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জরিমানার পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২৫ হাজার...

জাতীয়2 hours ago

‘বাস মালিকদের সুবিধা দিতেই রেলের ভাড়া বাড়ানো হচ্ছে’

রেলের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি বন্ধ না করে, ভাড়া বাড়িয়ে রেলের লোকসান কমানো সম্ভব নয়। এমন সিদ্ধান্ত আকাশ কুসুম কল্পনা। এর...

মামলা মামলা
আইন-বিচার2 hours ago

ড. ইউনূসের বিরুদ্ধে রংপুরের মামলা হাইকোর্টে স্থগিত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ এনে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে রংপুর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত...

এমভি আবদুল্লাহ জাহাজ এমভি আবদুল্লাহ জাহাজ
জাতীয়2 hours ago

২৩ নাবিকসহ দেশের পথে এমভি আবদুল্লাহ

৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে দেশের পথে রওনা হয়েছে এমভি আবদুল্লাহ। সোমালি জলদস্যুদের...

নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা
জাতীয়3 hours ago

মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

দেশের পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। দুই মাসের নিষেধাজ্ঞা শেষে জাল-নৌকা নিয়ে মাছ...

কর্মসূচি কর্মসূচি
জাতীয়4 hours ago

মে দিবসের কর্মসূচি জানালেন প্রতিমন্ত্রী নজরুল

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এবারের মহান মে দিবস পালন করা হবে। বললেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার...

জাতীয়4 hours ago

আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়, ২মে পর্যন্ত থাকছে ছুটি

তীব্র দাবদাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে...

মাদকবিরোধী মাদকবিরোধী
অপরাধ5 hours ago

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০ 

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও...

পরিদর্শক পরিদর্শক
জাতীয়5 hours ago

পদোন্নতি পেলেন ৪৫ পুলিশ পরিদর্শক

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৫ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত...

জাতীয়5 hours ago

হজ ভিসা আবেদনের সময় বাড়লো

হজের ভিসার আবেদনের শেষ সময় বাড়িয়েছে সৌদি সরকার। ধর্ম মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৯ এপ্রিল থাকলেও শেষ সময় থাকলেও সেটি...

Advertisement
ক্রিকেট5 seconds ago

বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

আন্তর্জাতিক3 mins ago

ডিভোর্সী মেয়েকে ঢাকঢোল পিটিয়ে স্বাগত জানালো বাবা

মৃত্যু
ঢাকা33 mins ago

মুন্সিগঞ্জে হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু

আবহাওয়া38 mins ago

চুয়াডাঙ্গাকে ছাড়িয়ে সবোর্চ্চ তাপমাত্রা যশোরে

আইনমন্ত্রী-আনিসুল-হক
জাতীয়40 mins ago

শ্রমিক অধিকার লঙ্ঘনে শাস্তি বাড়ছে মালিকদের : আইনমন্ত্রী

বিএনপি48 mins ago

ব্যারিস্টার খোকনের বহিষ্কার আদেশ প্রত্যাহার

আন্তর্জাতিক55 mins ago

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ৫ দেশ

ক্রিকেট1 hour ago

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবহাওয়া1 hour ago

৪৪ ডিগ্রী ছুঁইছুঁই চুয়াডাঙ্গার তাপমাত্রার পারদ

অর্থনীতি1 hour ago

দেশে টানা সপ্তম দফায় কমলো স্বর্ণের দাম

বাংলাদেশ6 days ago

শাকিবকে বিয়ের আগেই বুবলী বিবাহিত ও এক সন্তানের জননী, বোমা ফাটালেন সুরুজ বাঙালি

দুর্ঘটনা4 days ago

৯ দিনে একে একে মারা গেলেন ৩ ভাই

বাংলাদেশ4 days ago

এক মিনিটের জন্য বিসিএসের স্বপ্ন চুরমার!

ঢাকা7 days ago

ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা

ব্রাজিল,-মৃত-চাচাকে-নিয়ে-ব্যাংকে-ভাতিজি
টুকিটাকি6 days ago

ঋণ পেতে মৃত চাচাকে ব্যাংকে নিয়ে গেলেন ভাতিজি

বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া3 days ago

রাতের মধ্যে যেসব জেলায় ঝোড়ো হাওয়াসহ হতে পারে বৃষ্টি

বিএনপি
বাংলাদেশ4 days ago

৭৫ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বাংলাদেশ6 days ago

র‍্যাবের নতুন মুখপাত্র কমান্ডার আরাফাত

খুলনা2 days ago

গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

আন্তর্জাতিক4 days ago

বাংলাদেশ-চীনের সামরিক মহড়া, যা জানালো ভারত

উত্তর আমেরিকা5 days ago

সামনে ‘যুদ্ধবিরোধী’ কুমির, আটকে গেলো মার্কিন বিমান (ভিডিও)

ব্যারিস্টার-সুমন
আইন-বিচার1 week ago

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে যা বললেন ব্যারিস্টার সুমন

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা
জাতীয়1 month ago

গায়ের চাদর না পুড়িয়ে বউদের ভারতীয় শাড়ি পোড়ান: প্রধানমন্ত্রী

ফুটবল1 month ago

ইংল্যান্ডকে হারিয়ে ব্রাজিল কোচ জানালেন এটা মাত্র শুরু

টুকিটাকি1 month ago

জিলাপির প্যাঁচে লুকিয়ে আছে যে রহস্য!

অর্থনীতি2 months ago

বাজারে লেবুর সরবরাহ বেশি, তবুও দাম চড়া

রেশমা
বাংলাদেশ2 months ago

রাজধানীতে অচেতন অবস্থায় উদ্ধার কিশোরীর ঠিকানা খুঁজছে পুলিশ

হলিউড2 months ago

নীল দুনিয়ায় অভিনেত্রী সোফিয়ার রহস্যজনক মৃত্যু

ফুটবল2 months ago

জামালকে ঠিকঠাক বেতন দেয়নি আর্জেন্টাইন ক্লাব

টুকিটাকি2 months ago

রণবীরের ‘অ্যানিম্যাল’ দেখে শখ, মাইনাস ২৫ ডিগ্রিতে বসলো বিয়ের আসর

সর্বাধিক পঠিত